নাইটক্লাব ধসে নিহত ২৩১, মালিকের বিরুদ্ধে মামলা

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানীতে একটি নাইটক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩১ জনে। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এই তথ্য জানান। পূর্বে এই সংখ্যা ছিল ২২৫।

নিহতদের পরিবার ‘জেট সেট’ নামের ওই নাইটক্লাবের মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে। নিহতদের মধ্যে রয়েছেন ভার্জিলিও রাফায়েল ক্রুজ, যার আত্মীয়রা ইতোমধ্যেই মামলা প্রক্রিয়া শুরু করেছেন। ক্লাবটির মালিক আন্তোনিও এসপাইলাট দেশের দ্বিতীয় বৃহত্তম সম্প্রচার সংস্থার কর্ণধার, যার মালিকানায় রয়েছে ৫০টিরও বেশি রেডিও স্টেশন।

ক্লাবটিতে দুর্ঘটনার সময় ৭০০ থেকে ১ হাজার লোক অবস্থান করছিল বলে ধারণা করা হলেও, সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়। ছাদ ধসের কারণ অনুসন্ধানে ফরেনসিক তদন্ত চলছে, যা সম্পূর্ণ হতে প্রায় তিন মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান লিওনার্দো রেয়েস।

এ ঘটনার পর ইস্টারকে কেন্দ্র করে ক্যারিবিয়ান অঞ্চলে সব ধরনের পার্টি, সৈকত অনুষ্ঠান এবং জনসমাগম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ডোমিনিকান নৌবাহিনী ও পৌর কর্তৃপক্ষ।

ঘটনার পর ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় এসপাইলাট বলেন, “আমরা শুরু থেকেই কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি।”


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ