রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার ‘ইচ্ছা নেই’ ক্লপের

এক বছর ধরে কোচিংয়ের বাইরে থাকা ইয়ুর্গেন ক্লপকে নিয়ে যখন আবারও গুঞ্জন, তখন সেসব একেবারে উড়িয়ে দিলেন তার এজেন্ট। ইউরোপের বড় কিছু ক্লাব ও জাতীয় দল যেমন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দলের দায়িত্বে ফেরার সম্ভাবনা ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখনই ক্লপের প্রতিনিধি জানালেন—এমন কিছু হচ্ছে না, বরং কোচিংয়ে ফিরতে এখনই প্রস্তুত নন ক্লপ।

গত মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক ছিন্ন করেন জার্মান এই কোচ। এরপর থেকেই কোচিং থেকে বিরতিতে রয়েছেন তিনি। গত অক্টোবরে ক্লপ ‘রেড বুল গ্লোবাল সকার’-এর প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সেই ভূমিকায় কাজ শুরু করেন।

তবে সম্প্রতি ব্রাজিলের সংবাদমাধ্যম UOL দাবি করে, ক্লপ রেড বুলে তেমন সুখে নেই এবং রিয়াল বা ব্রাজিলের দায়িত্ব নিয়ে কোচিংয়ে ফিরতে আগ্রহী। কারণ, ব্রাজিল এখন নতুন কোচ খুঁজছে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর, আর রিয়ালের বর্তমান কোচ আনচেলত্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর।

তবে এসব গুঞ্জনের সুরাহা করে স্কাই জার্মানির কাছে ক্লপের এজেন্ট মার্ক কোসিকে জানিয়ে দিয়েছেন, “ক্লপ আগামী মৌসুমে কোচিংয়ে ফেরার কোনো পরিকল্পনা করছেন না, এমনকি রিয়াল মাদ্রিদ বা ব্রাজিল জাতীয় দলেরও নয়।”

তিনি আরও বলেন, “আমরা বুঝতে পারছি ইউরোপের শীর্ষ ক্লাব ও কিছু জাতীয় দল থেকে আগ্রহ আছে, তবে ইয়ুর্গেন রেড বুলের গ্লোবাল ডিরেক্টরের ভূমিকায় সন্তুষ্ট এবং সেই চুক্তির প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ।”

সব মিলিয়ে বলা যায়, ইয়ুর্গেন ক্লপ এখনো বিশ্রামেই থাকতে চান। অনুরাগীদের অপেক্ষা তাই আরও দীর্ঘ হতে পারে।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
৭১ এর রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে : শারমীন এস মুরশিদ Apr 19, 2025
img
ডেভিড ধাওয়ানের সিনেমায় বরুণের সঙ্গে থাকছেন তিন নায়িকা Apr 19, 2025
img
অভিনেত্রীর পোশাক ছেঁড়ার অভিযোগে বাড়ি ছাড়লেন অভিনেতা Apr 19, 2025
img
‘কিং’-এ বাদশার সঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে বলিউডের সার্কিটকে Apr 19, 2025
img
কেমন গয়না পছন্দ করেন মিমি? Apr 19, 2025
img
কয়েদির বেশে ‘দাগি’ দেখতে প্রেক্ষাগৃহে শতাধিক নিশো ভক্ত Apr 19, 2025
img
বড় হারের পর বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন এখন অনিশ্চিত Apr 19, 2025
থানা পরিদর্শনে গিয়ে যে কথা প্রচার করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 19, 2025
পুলিশের ইনএক্টিভনেস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 19, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন Apr 19, 2025