পহেলা বৈশাখের এক দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার খুলেছে সব সরকারি-বেসরকারি অফিস। ফলে সকাল থেকেই সড়কে অফিসগামী মানুষের চাপ ছিল। তবে গণপরিবহন কম থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে তাদের।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
রাজধানীর নর্দা, নতুনবাজার ও বাড্ডা এলাকা ঘুরে দেখা যায়, বাস স্টপেজগুলোতে অফিসগামী মানুষের ভিড়। ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি থাকলেও যাত্রীর তুলনায় গণপরিবহনের সংখ্যা কম। কিছুক্ষণ পর পর বাস এলে এতে ঠেলাঠেলি করে উঠতে থাকেন যাত্রীরা। নির্ধারিত সময় অফিসে পৌঁছতে বাদুড়ঝোলা হয়ে বাসে চড়েন অনেকে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এমন দৃশ্য পাল্টে যায়।
এদিকে বাসে জায়গা না পেয়ে অনেককে সিএনজি ও মোটরসাইকেলে করে গন্তব্যে যেতে দেখা গেছে।
যাত্রীরা বলছেন, সকাল থেকে বাসের সংখ্যা অনেক কম। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস পাওয়া যাচ্ছে না।
আবার বাস পেলেও ঠেলাঠেলি করে উঠতে হচ্ছে। অনেক সময় জায়গা পাওয়া যায় না। আবার যারা বাসে উঠতে পারেননি তারা মোটরসাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছেন।
এসএন