রোম নয়, মাসকাটেই হচ্ছে ইরান-মার্কিন পরমাণু আলোচনা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনার দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে ওমানের রাজধানী মাসকাটে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১৯ এপ্রিল এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ এপ্রিল) রাতে ইরনা বার্তা সংস্থাকে দেওয়া প্রতিক্রিয়ায় বাকায়ি বলেন, আলোচনার পর দুই দেশ মাসকাটে পরবর্তী রাউন্ডে সম্মত হয়েছে।

এর আগে ১২ এপ্রিল মাসকাটেই অনুষ্ঠিত হয় প্রথম দফার পরোক্ষ আলোচনা, যেখানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করেন। বৈঠক শেষে উভয় পক্ষ আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করে এবং আগামী সপ্তাহে ফের আলোচনায় বসার ঘোষণা দেয়।

বৈঠকের ভেন্যু নিয়ে একসময় বিভ্রান্তি তৈরি হয়েছিল। ইরানি সংসদের এক কর্মকর্তা ইউরোপে আলোচনার সম্ভাবনার কথা বললেও, রয়টার্স জানিয়েছিল—রোমে বৈঠক হবে বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তবে ইরানি কর্তৃপক্ষের সর্বশেষ ঘোষণায় নিশ্চিত হয়েছে, বৈঠক মাসকাটেই অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে নিরপেক্ষ ভূমিকা পালন করায় ওমান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক আলোচনার নির্ভরযোগ্য ভেন্যু হিসেবে বিবেচিত। ফলে আলোচনার স্থান হিসেবে মাসকাটের নির্বাচনকে যৌক্তিক মনে করছেন তারা।

চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও এ আলোচনাকে কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এখন নজর থাকবে—এই রাউন্ড থেকে কোনো দৃশ্যমান সমঝোতা বেরিয়ে আসে কি না।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ