চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তবে এতেই হাল ছেড়ে দেবে না লস ব্ল্যাঙ্কোস—এমনটাই মনে করেন ক্লাবটির সাবেক অধিনায়ক মার্সেলো। আর্সেনালকে সরাসরি বার্তা দিয়ে এই ব্রাজিলিয়ান বলেন, “রিয়াল মাদ্রিদ মানেই ঘুরে দাঁড়ানো।”
মেক্সিকোতে রিয়াল ও বার্সেলোনা লেজেন্ডদের এক প্রীতি ম্যাচে অংশ নিতে গিয়ে ইএসপিএনকে মার্সেলো বলেন, “রিয়াল মাদ্রিদকে কখনোই হিসাবের বাইরে রাখা যায় না। হ্যাঁ, তিন গোল অনেক, কিন্তু রিয়াল মানেই চ্যালেঞ্জ জয় করার মানসিকতা। আমার শতভাগ বিশ্বাস আছে, তারা ঘুরে দাঁড়াবে।”
বুধবার ফিরতি লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে নামবে কার্লো আনচেলত্তির দল। প্রথম লেগে আর্সেনালের হয়ে দুটি ফ্রি-কিকে গোল করেন ডেক্লান রাইস, আরেকটি করেন মিকেল মেরিনো।
মার্সেলো বলেন, “রিয়ালে যোগ দেওয়ার সময় থেকেই আমাদের শেখানো হয়—কখনো হাল ছাড়বে না। এই মানসিকতাই আমাদের ডিএনএ। কঠোর পরিশ্রম, নিবেদন ও সমর্থকদের ভালোবাসা মিলেই এই ক্লাবের পরিচয়।”
প্রীতি ম্যাচেও নিজেকে ছাপিয়ে যান মার্সেলো। বার্সা লেজেন্ডদের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জয় পায় রিয়ালের সাবেকরা। গোল করেন সাবেক অধিনায়কও।
এসএস/এসএন