দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বিকেলে ঢাকায় পা রাখছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সফরকারীরা।
ঢাকায় এক রাত অবস্থান শেষে বুধবার (১৬ এপ্রিল) সিলেট রওনা দেবে তারা। সেখানেই শুরু হবে অনুশীলন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে জিম্বাবুয়ে দল পাবে চারদিন সময়।
২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়েই ফেরার লক্ষ্য শান্তদের।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড:
ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কুরান, ট্রেভর গ্যান্ডু, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
এসএস/এসএন