ছেলেকে লাল পাগড়ি পরিয়ে নববর্ষ উদযাপন পরীমণির

ঢাকাই সিনেমার অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সবসময় আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। তাছাড়া পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবসময় সরব তিনি। তার ছেলে-মেয়েদের সঙ্গে খুঁনসুটির ছবি কিংবা ভিডিও শেয়ার করেন ভক্তদের মাঝে।

এবার ছেলেকে লাল পাগড়ি পরিয়ে নববর্ষ উদযাপন করলেন পরীমণি। ছেলে রাজ্যও পাঞ্জাবি আর পাগড়ি পরে বেজায় খুশি। মায়ের সঙ্গে গানের সাথে নাচতেও দেখা গেছে তাকে।

মা-ছেলে একই রকম পোশাক পরেছেন। পরীমণি কানে গুজেছেন লাল টুকটুকে গোলাপ। পাশে রয়েছেন শোবিজের অন্যান্য তারকারা। তারাও পরীমণির সঙ্গে নববর্ষে মেতেছেন।

তাছাড়া ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নববর্ষের নানা পদের খাবারের ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে।

২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তবে সে সংসার বেশিদিন স্থায়ী হয়নি। তাদের দুজনের ‘শাহীম মুহাম্মদ রাজ্য’ নামে একটি ছেলে রয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে তার।

আরএম/এসএন 


Share this news on: