বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

​বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার, যা সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছিল। তবে পাকিস্তানে অনুষ্ঠিত বাছাইপর্বে সেই উইন্ডিজদের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে কিছুটা আশা দেখা দিয়েছে।​

পাকিস্তান নারী দল স্কটল্যান্ডের কাছে অঘটনের হারের পর ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে দিয়েছে। লো-স্কোরিং ম্যাচে সিদরা আমিন আর ফাতিমা সানার পারফরম্যান্সে ভর করে ৬৫ রানের জয় পেয়েছে পাকিস্তানের মেয়েরা। এর ফলে বাংলাদেশের সামনে বিশ্বকাপ নিশ্চিত করার সমীকরণ সহজ হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় পেলেই বলতে গেলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের হাতছোঁয়া দূরত্বে চলে যাবে বাংলাদেশ নারী দল। সেক্ষেত্রে নিজেদের শেষ দুই ম্যাচের এক ম্যাচে জয় পেলেই বিশ্বকাপে চলে যাবে বাংলাদেশ।

মোট ৪ জয় পেলে ৮ পয়েন্ট হবে বাংলাদেশের। তবে শেষ দুই ম্যাচ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে থাকায় এই পয়েন্টই যথেষ্ট হয়ে যাবে জ্যোতির দলের জন্য। আজকের ম্যাচে জিতে ফিরতে পারলে স্কটল্যান্ডের সামনে ৮ পয়েন্টের সুযোগ থাকবে না। ওয়েস্ট ইন্ডিজের সেই সম্ভাবনা নষ্ট হয়ে গিয়েছে আগেই। সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানই চলে যাবে বিশ্বকাপে।

তবে সব জটিলতা কাটবে স্কটল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে। আর আজ যদি অঘটনের হার জোটে বাংলাদেশের কপালে, সেক্ষেত্রে পরের দুই ম্যাচে জেতার পাশাপাশি স্কটল্যান্ডের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগ্রেসদের।

বিকেল ৩ টায় লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে গড়াবে খেলা। সরাসরি দেখা যাবে আইসিসি এর ওয়েবসাইটে। 

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ