'ভেবেছিলাম শতাব্দীদি এত পরিশ্রম পারবেন না'

বাংলা ছবিতে বহু যুগ পরে শতাব্দী রায়। তিনি বড় পর্দায় ফিরছেন পরিচালক মৈনাক ভৌমিকের হাত ধরে। তাঁর ‘বাৎসরিক’ ছবিতে। এই খবর যখন তিনি ঘোষণা করেছিলেন তখন চমকেছিল টলিউড। পয়লা বৈশাখের দিন সাংসদ-অভিনেত্রী এবং ঋতাভরী চক্রবর্তীর ‘লুক’ আনন্দবাজার ডট কমে প্রথম প্রকাশিত। ছবির শুটিং শেষ। মৈনাক বললেন, “শুটিংয়ের ধারা বদলেছে। ভেবেছিলাম, শতাব্দীদি পারবেন না। ওঁর পরিশ্রম দেখে আমরা চমকে গিয়েছি!”

তাঁর মতে, আগে এক মাস ধরে একটি ছবির শুটিং হত। এখন বড়জোর ১৫ দিন। আগে শুটিংয়ের মাঝে অবসর মিলত। এখন পরস্পরের দিকে চোখ তুলে তাকানোর অবসর পান না অভিনেতারা! পরিচালকের তাই মনে হয়েছিল, এই বদলের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে শতাব্দীর। শুটিং করতে গিয়ে দেখলেন, দীর্ঘ দিন অভিনয় না করায় সাংসদ-অভিনেত্রীর মধ্যে অভিনয়ের খিদে আরও বেড়েছে। ফলে, অনায়াসে তিনি সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। শতাব্দী কাউকে কোনও অনুযোগ জানানোর সুযোগই নাকি দেননি।

মৈনাককে এখনও নাকি প্রযোজকেরা অনুরোধ করেন, ‘আমার গার্লফ্রেন্ড’ কিংবা ‘মাছ মিষ্টি মোর’-এর সিক্যুয়েল বানান। কারণ, শহুরে সম্পর্কের গল্প প্রথম তাঁর ছবি দিয়েই কলকাতা দেখেছিল। তিনি কি প্রযোজকদের অনুরোধ রাখছেন? ‘বাৎসরিক’ ছবির গল্প বলছে, মৈনাক কথা শুনছেন না! তিনি হাড়হিম করা ভূতের গল্প আনতে চলেছেন। যেখানে স্বামীর মৃত্যুর পর একা হয়ে যাওয়া স্ত্রী এবং তার ননদ ভাবছে, বাড়িটি তারা রাখবে না বিক্রি করে দেবে? কারণ, এক জনের মৃত্যু বাড়িটিতে যেন কালো ছায়া ফেলেছে। ভাই, ভাইয়ের বৌ আর ননদের ভূমিকায় যথাক্রমে ঈশান মজুমদার, ঋতাভরী, শতাব্দী। দক্ষিণ কলকাতার একটি বাড়িতে সিংহভাগ শুটিং করেছেন পরিচালক।

কেন পরিচালকদের আবদার রাখছেন না? প্রশ্নের জবাবে মৈনাকের যুক্তি, “সম্পর্কের গল্প এখানেও আছে। ননদ-ভাইয়ের বৌয়ের পারস্পরিক সম্পর্কে উঠে আসবে ছবিতে। ভূত তো এখানে প্রতীক বা রূপক। অতীতকেও তো আমরা ভূত বলি।” আরও যোগ করেছেন, তিনি যখন ‘আমরা’ ছবিটি এনেছিলেন, শহুরে দর্শকেরা মুখে ফিরিয়েছিলেন। তাঁদের মত, এই ধরনের ছবি কে দেখবে? ‘বেডরুম’ হিট হওয়ার পর মৈনাকের শহুরে সম্পর্কের গল্প সিনেপ্রেমীদের মুখে মুখে ফিরত। যে কারণে আজও তাঁর থেকে প্রযোজকেরা সম্পর্কের গল্পের সিক্যুয়েল চান। এই জায়গা থেকেই পরিচালকের বক্তব্য, “বাংলা ছবিতে হাড়হিম করা ভূতের গল্প নেই-ই। ‘ভূতের ভবিষ্যৎ’ বা ‘গয়নার বাক্স’ হরর কমেডি ঘরানার ছবি। আমিই না হয় নতুন করে আবার শুরু করলাম।” মৈনাকের মতো ভূতের গল্প পছন্দ করেন ঋতাভরীও। ‘গৃহস্থ’-এর পর তাই ঋতাভরী-মৈনাক জুটি এই ছবিতেও। ছবিমুক্তি ৬ জুন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মুরাদনগরে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা Apr 19, 2025
img
টিভিতে আজকের খেলা Apr 19, 2025
img
ম্যারাথন দৌড়ানোর সময় শরীরে কী হয়? Apr 19, 2025
img
অ্যান্ড্রয়েডে বিনামূল্যে লাইভ জেমিনাই ভিডিও, স্ক্রিন শেয়ারিং Apr 19, 2025
img
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের Apr 19, 2025
img
রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার ‘ইচ্ছা নেই’ ক্লপের Apr 19, 2025
img
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
হঠাৎ কেন অভিষেকের পকেটে তল্লাশি শুরু করেন সূর্যকুমার Apr 19, 2025
img
রিয়া মনির পাল্টা অভিযোগ, জানালেন হিরো আলমের কাছ থেকে বিদায় নেওয়ার কারণ Apr 19, 2025
img
জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ Apr 19, 2025