সাইফ-কাণ্ডে নতুন মোড়: অভিযুক্ত শরিফুলের সঙ্গে মিলছে না আঙুলের ছাপ

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলাম শেহজাদকে ঘিরে তদন্তে নতুন মোড় দেখা দিয়েছে। মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে দেখা গেছে, সাইফের বাড়ি থেকে পাওয়া  আঙুলের ছাপের সঙ্গে শরিফুলের আঙুলের ছাপের কোনো মিল নেই। এতে করে শরিফুলের নির্দোষ হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। শরিফুল নিজেও দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মনগড়া এবং তিনি কোনো অপরাধ করেননি। তিনি আদালতে জামিনের আবেদন করেছেন এবং মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।​ 

খবর প্রকাশ্যে আসতেই নয়া গুঞ্জন, তা হলে কি শরিফুল আদৌ সাইফ-কাণ্ডের সঙ্গে যুক্ত নন?

এ দিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতার বাথরুমের হাতল, আলমারির হাতল, দরজার হাতল-সহ একাধিক জায়গা থেকে আঙুলের যে ছাপ পাওয়া গিয়েছে তার থেকে আলাদা শরিফুলের আঙুলের ছাপ। এ ভাবে ২০টি আঙুলের ছাপের মধ্যে ১৯টি-ই নাকি মেলেনি! কেবল আট তলার ঘর থেকে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে মিলেছে অভিযুক্তের আঙুলের ছাপ।

পুলিশের দাবি, বাকি জায়গার হাতলে অভিযুক্তের পাশাপাশি অন্যরাও হাতলে হাত রেখেছিলেন। অভিযুক্তের আঙুলের ছাপের উপরেই পড়েছে সে গুলো। ফলে, মুছে গিয়েছে শরিফুলের আঙুলের ছাপ। এই ধরনের অমিল অনেক তদন্তেই ঘটে থাকে। আট তলার ঘর থেকে পাওয়া আঙুলের ছাপই প্রমাণ করে দিচ্ছে, আততায়ী অভিনেতার বাড়িতে উপস্থিত ছিলেন।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ