লা লিগায় দুর্দান্ত জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। রোববার রাতে নিজেদের মাঠে ভায়াদোলিদের বিপক্ষে ৪-২ গোলের বড় জয় তুলে নেয় তারা। দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ, পেনাল্টি থেকে করেছেন জোড়া গোল।
তবে ম্যাচ শেষে প্রশংসার পাশাপাশি কোচ ডিয়েগো সিমিওনের মুখে ধরা দিল মজার খোঁচা— “জুলিয়ান ১৪ গোল করেছে, অসাধারণ! তবে জানো তো, লেভানডভস্কির গোল কিন্তু অনেক বেশি!” হাস্যরসের ছলে এমন তুলনায় জমে ওঠে অ্যাথলেটিকোর ড্রেসিংরুম।
সিমিওনে সংবাদ সম্মেলনে বলেন, “আমরা এমন একজন ফুটবলারের জন্যই অপেক্ষা করছিলাম। দলের আক্রমণে এখন ও-ই মূল ভরসা। আমরা চাই, জুলিয়ান আরও গোল করুক, আরও এগিয়ে যাক। খেলোয়াড়দের উজ্জীবিত করতে এই খুনসুটি কাজে দেয়।”
ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে অ্যাথলেটিকো। ২১ মিনিটে ভায়াদোলিদের হয়ে পেনাল্টি থেকে গোল করেন সেনেগালিজ ফরোয়ার্ড মামাদু সিল্লা। তবে ৪ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আলভারেজ। ২৭ মিনিটে সিমিওনের ছেলে, জুলিয়ানো সিমিওনে অসাধারণ ড্রিবল ও শটে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে আরও একটি পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আলভারেজ।
এই জয়ে ৩১ রাউন্ড শেষে অ্যাথলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তারা এখন তৃতীয় স্থানে, রিয়াল মাদ্রিদের থেকে তিন পয়েন্ট এবং বার্সেলোনার থেকে সাত পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে, ১৬ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে ভায়াদোলিদ।
এসএস/এসএন