টানা পাঁচ ম্যাচে হারের পর স্বস্তির জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। সেই জয়ে চেনা ছন্দে ফিরলেন 'ফিনিশার' মহেন্দ্র সিং ধোনি। তবে ম্যাচ শেষে জয় উদ্যাপনের চেয়ে ধোনির কথায় বেশি প্রাধান্য পেল চেন্নাইয়ের উইকেট নিয়ে ক্ষোভ। কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানের মতো তিনিও প্রশ্ন তুললেন ঘরের মাঠের সুবিধা নিয়ে।
পুরস্কার বিতরণী মঞ্চে খুঁড়িয়ে এসে ধোনি বলেন,
“আগের ম্যাচগুলোয় বল করার সময় প্রথম ছয় ওভারে আমরা ভুগেছি। মাঝের ওভারগুলো ভালো বল করলেও ব্যাটিং শুরুর সময় ঠিকমতো দাঁড়াতে পারিনি। এটা সম্ভবত উইকেটের জন্যই।”
চেন্নাই অধিনায়ক আরও বলেন,
“চেন্নাইয়ের উইকেট কিছুটা মন্থর। বরং অ্যাওয়ে ম্যাচগুলোয় ভালো খেলেছি আমরা। ভালো উইকেট পেলে হয়তো ব্যাটারদের আত্মবিশ্বাস আরও বাড়ত।”
সোমবারের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়ার কারণ জানিয়ে ধোনি বলেন,
“প্রথম ছয় ওভারে আরও বোলারের দরকার ছিল আমাদের। অশ্বিনের ওপর অতিরিক্ত চাপ পড়ছিল। তাঁকেই দুই ওভার করতে হচ্ছিল প্রথমে। মনে হচ্ছে, এখনকার বোলিং আক্রমণ আরও কার্যকর।”
বোলিংয়ে সন্তুষ্ট ধোনি ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজনীয়তার কথাও বলেন। তবে তরুণ ওপেনার শাইক রশিদের প্রশংসা করতেও ভুলেননি চেন্নাই অধিনায়ক:
“রশিদ দারুণ ব্যাট করেছে। ও গত কয়েক বছর ধরে আমাদের সঙ্গে আছে। উন্নতির ছাপ দেখছি। বোলারদের ওপর কর্তৃত্ব করার ক্ষমতা ওর আছে, সাধারণ ব্যাটারদের চেয়ে আলাদা।”
জয়ে ফিরলেও ধোনির মন্তব্যে স্পষ্ট, চেন্নাইয়ের উইকেট নিয়ে অসন্তোষ থেকেই যাচ্ছে। ঘরের মাঠের এমন কন্ডিশন নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন এই কিংবদন্তি অধিনায়ক।
এসএস/এসএন