পান্তের ব্যাট হাসতেই প্রেমিকা ইশা নেগির আবেগী পোস্ট

আইপিএলে পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা ঋষভ পান্ত শেষমেশ ব্যাটে ফিরলেন রানে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে জবাব দিলেন সমালোচকদের। আর সেই ইনিংসেই আবেগে ভেসেছেন পান্তের প্রেমিকা ইশা নেগি। ইনস্টাগ্রামে একের পর এক পোস্ট দিয়ে জানিয়ে দিলেন—সব সময় আছেন পান্তের পাশে।

এবারের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত। তাকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে কয়েক ম্যাচ ধরে রান না পেয়ে চাপে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। অবশেষে চেন্নাইয়ের বিপক্ষে ৫০ ছুঁয়ে ছন্দে ফিরেছেন তিনি।

পান্তের ফিফটির পর ইশা নেগি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায়—ফাঁকা মহাসড়কের পাশে টাঙানো একটি জার্সি, যেটি পান্তের। ছবির ক্যাপশনে কিছু না লিখলেও দুটি লাভ ইমোজি দিয়েই বুঝিয়ে দেন নিজের অনুভূতি।

এরপর ফিফটির পর আরেকটি ছবি শেয়ার করেন ইশা, যেখানে পান্তের ফিফটির মুহূর্তের ফটোকার্ড। সেখানে ইশা লেখেন না কিছুই, শুধু ভালোবাসা ছড়িয়ে দেন ছবির মাধ্যমে। ভক্তরা ইতোমধ্যে ইশাকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছেন—সমর্থনটা যেন সবসময় এমনই থাকে।

ইশার পোস্টে নেটিজেনদের আগ্রহ ছড়িয়েছে আরেক জায়গায়—পান্ত-ইশার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন, কবে বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি।

এর আগে পান্তের সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও এখন তা অতীত। বর্তমানে পান্ত-ইশা জুটিকেই ঘিরে চলছে আলোচনার ঝড়। সূত্র বলছে, বহুদিন ধরেই প্রেম করছেন তারা এবং খুব শিগগির বিয়ের পরিকল্পনাও রয়েছে।

পান্তের ব্যাটে ফিফটি এলেও দলকে জেতাতে পারেননি তিনি। ধোনির ১১ বলে ২৬ রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচটা নিজের করে নেয় চেন্নাই সুপার কিংস। তবে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখনো প্লে-অফের দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে পান্তের লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শীর্ষ দলের সঙ্গেও তাদের পয়েন্ট সমান।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বৈছাআ সিলেটের আহ্বায়ক আকতারকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সালমান Apr 17, 2025
img
কুমিল্লায় বজ্রপাতে নারীর মৃত্যু, স্বামী-সন্তানসহ আহত ৩ Apr 17, 2025
img
চিনের কোর্টেই বল: শুল্ক সংঘাতে সমঝোতার দায় দিল ট্রাম্প প্রশাসন Apr 17, 2025
img
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক সমাধানের আহ্বান Apr 17, 2025
img
বাংলাদেশকে ৭২৪ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি Apr 17, 2025
img
‘সাকিবের আওয়ামী লীগে যোগদান ভুল নয়, বিশ্বাসঘাতকা’ Apr 17, 2025
img
মোদিকে ড. ইউনূসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা Apr 17, 2025
img
হিলি দিয়ে শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি বন্ধ, বেড়েছে দাম Apr 17, 2025
img
বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ কর্মসূচি পলিটেকনিক শিক্ষার্থীদের Apr 17, 2025
img
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস Apr 17, 2025