দাগি চলছে অস্ট্রেলিয়ায়, বরবাদ ও জংলিও যাচ্ছে বিদেশে

ঈদের দিন থেকে বাংলা সিনেমা দেখতে সিনেপ্লেক্সে উপচে পড়ছে দর্শকের ভিড়। টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেক দর্শক। এমন খবরও এসছে যে নিজের ‌‘বরবাদ’ সিনেমার টিকিট পাননি শাকিব খানও। বাংলা সিনেমার চাহিদার চাপে সিনেপ্লেক্সগুলো থেকে হলিউড সিনেমার প্রদর্শনী বন্ধ করা হয়েছে।

গত শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হচ্ছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চার বাংলা সিনেমা- বরবাদ, দাগি, জংলি ও চক্কর ৩০২।

সবার আগে দাগি

দেশ মাতিয়ে এবার সিনেমাগুলো দেশের বাইরেও চমক দেখাতে প্রস্তুত। এরইমধ্যে শিহাব শাহীনের ‘দাগি’ মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। দেশটির সিডনিতে মুক্তি পেয়েছে আফরান নিশো ও তমা মির্জা জুটির সিনেমাটি।

নির্মাতা শিহাব শাহীন জানান, পথ প্রোডাকশনসের পরিবেশনায় ২৭ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৫টি শোর অগ্রিম টিকিট বিক্রি চলছে। একই পরিবেশকের অধীনে নিউজিল্যান্ডে মুক্তি পাবে সিনেমাটি। এরপর পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও অনেক দেশে মুক্তির কথা রয়েছে।

বিদেশ দিয়েই পরিবেশনায় শাকিব

এদিকে বিদেশে সিনেমা মুক্তি দিয়ে পরিবেশনায় নাম লেখালেন শাকিব খান। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মস ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডায় ‘বরবাদ’ মুক্তি দিতে যাচ্ছে। ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, মেরিল্যান্ড, বাফেলো ও ফিলাডেলফিয়ায় চলবে বরবাদের প্রদর্শনী।

১৯ এপ্রিল কানাডার মন্ট্রিয়াল, অটোয়া ও টরন্টোতে মুক্তি পাবে সিনেমাটি। পরে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাবে ‘বরবাদ’। প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এ সিনেমায় শাকিব খানের নায়িকা পশ্চিমবঙ্গের ইধিকা পাল। আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

জংলিও প্রস্তুত

সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ও বিদেশে মুক্তির জন্য প্রস্তুত। এর প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া জানায়, ২৫ এপ্রিল দেশের বাইরে মুক্তি পাবে সিনেমাটি। প্রথম পর্যায়ে কানাডা, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে জংলি। কানাডা ও যুক্তরাষ্ট্রে জংলির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে স্বপ্ন স্কেয়ারক্রোর সঙ্গে সহপরিবেশক হিসেবে থাকছে রেভেরি ফিল্মস। সুইডেনে মুক্তি পাবে ফ্রেন্ডস মুভিজ ও অস্ট্রেলিয়ায় বঙ্গজ ফিল্মসের পরিবেশনায়। জংলি সিনেমায় সিয়ামের সঙ্গে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শহীদুজ্জামান সেলিম, শিশুশিল্পী নৈঋতা প্রমুখ। সিনেমাটি বানিয়েছেন এম রাহিম।

ঈদে মুক্তি পাওয়া ‘চক্কর ৩০২’ সিনেমাটিও বিদেশে মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান এর নির্মাতা শরাফ আহমেদ জীবন।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান Apr 17, 2025
img
এবার রিয়ালের রূপকথা নয়, ১৬ বছরের অপেক্ষা ফুরাল আর্সেনাল Apr 17, 2025
img
বৈছাআ সিলেটের আহ্বায়ক আকতারকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সালমান Apr 17, 2025
img
কুমিল্লায় বজ্রপাতে নারীর মৃত্যু, স্বামী-সন্তানসহ আহত ৩ Apr 17, 2025
img
চিনের কোর্টেই বল: শুল্ক সংঘাতে সমঝোতার দায় দিল ট্রাম্প প্রশাসন Apr 17, 2025
img
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক সমাধানের আহ্বান Apr 17, 2025
img
বাংলাদেশকে ৭২৪ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি Apr 17, 2025
img
‘সাকিবের আওয়ামী লীগে যোগদান ভুল নয়, বিশ্বাসঘাতকা’ Apr 17, 2025
img
মোদিকে ড. ইউনূসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা Apr 17, 2025
img
হিলি দিয়ে শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি বন্ধ, বেড়েছে দাম Apr 17, 2025