ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
মোজো ডেস্ক 04:15PM, Apr 16, 2025
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। বুধবার (১৬ এপ্রিল) ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
ব্রিটিশ হাইকমিশনের বিবৃতিতে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন হাইকমিশনার সারাহ কুক। আলোচনায় গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতার বিষয় উঠে আসে।
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের ঢাকার বাসভবনেও বৈঠক করেন এনসিপি নেতারা। সেখানেও একই প্রতিনিধি দল অংশ নেয়।