ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে: ফখরুল

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ দেননি। তিনি শুধু বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। তবে আমরা পরিষ্কার করে জানিয়েছি, আমাদের জন্য ডিসেম্বারই শেষ সময়।”

তিনি আরও বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হবে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।”

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

ফখরুল জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নির্বাচনের রোডম্যাপ এবং সংস্কার উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, “আমরা বলেছি, দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশের সংকট সমাধান সম্ভব। সংস্কার কমিশনগুলোর বিষয়ে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। আমরা মতামতও দিয়েছি।”

বিএনপি দলীয় ও জোটভিত্তিক আলোচনা শেষে পরবর্তী অবস্থান জানাবে বলেও জানিয়েছেন ফখরুল।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ