বলিউডে রসায়নের কথা উঠলে শাহরুখ খান ও কাজলের নাম সবার আগে আসে। নব্বইয়ের পর্দায় তাঁদের একসঙ্গে মানেই ছিল ম্যাজিক—প্রেম, আবেগ, আর ঠাসা বক্স অফিস সাফল্য। দর্শকের মনে আজও তাজা ‘ডিডিএলজে’র রাজ-সিমরান কিংবা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর রাহুল-অঞ্জলি। কিন্তু এই জুটিকে মাঝের এক সময়ে পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি। তার পেছনে ছিল গুঞ্জন, সম্পর্কের টানাপোড়েন, আর বাস্তব জীবনের কিছু অনুচ্চারিত দূরত্ব।
তবে ক্যারিয়ারের একটা দীর্ঘ সময় তারা একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফিরিয়েছিলেন বহু ছবির প্রস্তাব। সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল তাদের প্রেমের গুঞ্জন। দর্শকদের উচ্ছ্বাসে ক্লান্ত হয়ে পড়েছিলেন অজয় দেবগন।
বলিউডে কান পাতলে শোনা যায়, একটা সময় নাকি তিনিই চাননি এই জুটি পর্দায় একসঙ্গে কাজ করুক।শাহরুখ ও কাজল প্রেম করছেন, এমন গুঞ্জনে বি টাউন সরগরম থাকলেও এর সঠিক কোনো ভিত্তি পাওয়া যায়নি। সম্পর্ক না হলেও এরকম গুঞ্জনের কারণে দর্শকরা বেশ লম্বা সময় এই জুটিকে পর্দায় পাননি।
পর্দায় এত চমৎকার রসায়ন ফুটে উঠলেও ব্যক্তিজীবনে তারা সম্পর্কে জড়াননি বলেই জানিয়েছিলেন তারা। কেন শাহরুখ ও কাজলের প্রেম হয়ে উঠেনি, এমন প্রশ্নে কাজল জানিয়েছিলেন, দুজনেই বিবাহিত।
দুজনেই যদি অবিবাহিত থাকতেন তাহলে তারা কি একে অপরের সঙ্গে প্রেম করতেন, প্রশ্নের উত্তরে কাজল বলেছিলেন, ‘আমি সত্যি বলতে জানি না, কারণ আমি অজয়কে (তার স্বামী অজয় দেবগন) সেই সময়েই দেখছিলাম যখন আমরা বাজিগর সিনেমাতে ৬ মাস কাজ করছিলাম।’ শাহরুখও সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছিলেন, ‘আমিও সেই সময় অজয়কে দেখছিলাম।’
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘বাজিগর’ সিনেমাতে প্রথমবার জুটি বেঁধেছিলেন শাহরুখ এবং কাজল। এরপর তারা একসঙ্গে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’ এবং ‘মাই নেম ইজ খান’-এর মতো ছবিতে কাজ করেন।
চমৎকার রসায়নের মধ্য দিয়ে তারা ভক্তদের প্রিয় অনস্ক্রিন জুটি হয়ে ওঠেন।বলিউডে আত্মপ্রকাশেরও আগে ছয় বছরের প্রেমের পর গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ খান। শাহরুখ মুসলিম হলেও তার স্ত্রী হিন্দু। ১৯৯৭ সালে এই দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান এবং ২০০০ সালে মেয়ে সুহানা খানের জন্ম হয়। এরপর ২০১৩ সালে তাদের সংসারে আসে তৃতীয় সন্তান আব্রাম খান।
অন্যদিকে, পাঁচ বছর প্রেমের পর ১৯৯৯ সালে অজয় দেবগনকে বিয়ে করেন কাজল। তাদের সংসারে রয়েছে দুই সন্তান, মেয়ে নাইসা দেবগন ও ছেলে যুগ দেবগন।
শাহরুখ খানকে সবশেষ দেখা গেছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে। পরবর্তীতে তাকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’ ছবিতে। এই ছবিতে তার দুই সন্তান আরিয়ান খান ও মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।
অন্যদিকে কাজলকে আগামীতে ‘মা’ ছবিতে দেখা যাবে। বিশাল ফুরিয়া পরিচালিত এই ভৌতিক ছবিটি ২০২৫ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আরআর/এসএন