সোনুকে নিয়ে নীরব, টোনিকে নিয়ে আবেগঘন বার্তা নেহা কক্করের

দিদি সোনুকে যে তিনি মন থেকে সরিয়ে ফেলেছেন, তার জোরালো প্রমাণ দিলেন গায়িকা নেহা কক্কর।

কক্কর পরিবারের তিন ভাইবোন—সোনু, নেহা ও টোনি—এক সময় তাদের মধ্যে ছিল অটুট সম্পর্ক। একসঙ্গে স্টেজ শো, রিয়্যালিটি শো কিংবা সোশ্যাল মিডিয়া—সবখানেই মেলে ধরতেন পারিবারিক ঘনিষ্ঠতা। তবে সম্প্রতি সেই দৃশ্যপট অনেকটাই বদলে গেছে।

সোনু কক্কর কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে জানান, তিনি ভাইবোন নেহা ও টোনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। যদিও কিছু সময় পর পোস্টটি মুছে ফেলেন তিনি, তবে আলোচনার ঝড় থামেনি। এবার সেই জল্পনাকেই যেন আরও উস্কে দিলেন নেহা কক্কর।

সম্প্রতি নেহা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে দেখা যায় দাদা টোনি কক্কর ও স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে একটি চার্টার্ড বিমানে ভ্রমণে যেতে। ক্যাপশনে লেখেন, "উড়ছি আমার প্রিয় মানুষদের সঙ্গে", সঙ্গে আরও উল্লেখ করেন—"ফ্যামিলি"।

তবে নজর কাড়ে, সেখানে সোনুর কোনো উল্লেখ নেই। শুধু তাই নয়, টোনি কক্কর তার হাতে দুটি উল্কি করিয়েছেন—একটিতে লেখা ‘এনকে’ (নেহা কক্কর), অন্যটিতে ‘টিকে’ (টোনি কক্কর)। যা অনেকেই মনে করছেন, দিদির প্রতি একরকম নীরব বার্তাই দিলেন ভাইবোন দুজন।

এক সময় টিভির পর্দায় তিনজনের আবেগঘন সম্পর্ক মুগ্ধ করেছিল দর্শকদের। এখন সেখানে ভেসে বেড়াচ্ছে দুরত্ব আর নিরবতা। তবে ভক্তরা এখনো আশা করছেন—ভাইবোনের বন্ধন আবারও জোড়া লাগবে।

আরআর/এসএন

Share this news on: