আমার নিজেরও পরিচিতি রয়েছে, বাবার মতো দেখতে বলে কি কাঁদব
মোজো ডেস্ক 08:59PM, Apr 16, 2025
সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খানকে অনেক সময়ই বলা হয়, ‘একেবারে বাবার মুখ কেটে বসানো’। শুধু চেহারাই নয়, অভিনয়ের পথেও নিয়মিতই তুলনা টানা হয় বাবার সঙ্গে। তবে এসব তুলনাকে ইতিবাচকভাবেই দেখেন ইব্রাহিম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার বাবা সুদর্শন একজন মানুষ। ওনার সঙ্গে তুলনা করা হলে আমি গর্বই বোধ করি। তবে আমি মনে করি না সারাজীবন এই তুলনার সঙ্গেই থাকতে হবে আমাকে। আমার লক্ষ্য—পরবর্তী ৩০ বছরে নিজেকে প্রতিষ্ঠিত করা, ভালো কিছু কাজ উপহার দেওয়া।”
তুলনা নিয়ে বিরক্ত নন ইব্রাহিম। বরং স্পষ্ট করেই বললেন, “এই সময়ে দাঁড়িয়েও আমার নিজস্ব একটা পরিচিতি তৈরি হয়েছে। মানুষ আমার মুখ চেনে। কেউ যদি ভাবে বাবার মতো দেখতে বলে আমি কষ্ট পাব, সেটা একেবারেই ভুল। আমি গর্বিত যে আমি সাইফ আলি খানের ছেলে। তবে আমি তার মতো হবো না—আমি হবো আমার মতো।”
অভিনয়ে নিজের জায়গা পাকা করতেই এখন ব্যস্ত তিনি। প্রথম সিনেমা ‘নাদানিয়া’ তেমন প্রশংসা না পেলেও ইব্রাহিম আশাবাদী ভবিষ্যৎ কাজ নিয়ে। তাকে শিগগিরই দেখা যাবে ‘সরেজমিন’ নামের নতুন ছবিতে।