জান্নাতুল ইসলাম (৩০) নামে এক গৃহবধূকে মুখে স্প্রে ছিটিয়ে হাত-পা বেঁধে অচেতন অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ,মনটাই অভিযোগ পাওয়া গেছে রাজধানীর হাতিরঝিল মগবাজারের আমবাগে অজ্ঞাতনামা এক দুর্বৃত্তের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে মগবাজার আমবাগে নিজেদের বাড়ির তৃতীয় তলায় ঢুকে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত এই চেষ্টা করে বলে অভিযোগ উঠে। পরে বিকেলের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ভুক্তভোগী গৃহবধূ জান্নাতুল ইসলাম ঢাকা মহানগর উত্তরের ইসলামী আন্দোলনের (চরমোনাই) অর্থ সম্পাদক রাকিবুল হাসানের স্ত্রী।
গৃহবধূ জান্নাতুলের স্বামী রাকিবুল হাসান জানান, আজ দুপুরের দিকে আমি বাজার করার জন্য কাওরানবাজার এলাকায় গিয়েছিলাম। আমার আঠারো মাসের একটি শিশু সন্তান আছে। বাসায় কেউ না থাকার সুযোগে অজ্ঞাত এক দুর্বৃত্ত বাসায় এসে কেচিগেটের সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে বলে কোট থেকে আপনার স্বামীর নামে উকিল নোটিশ আছে। আপনি স্বাক্ষর করে কাগজটা বুঝে নিন। তখন আমার স্ত্রী কেচিগেটের সামনে আসলে তার মুখে স্প্রে জাতীয় পদার্থ ছিটালে আমার স্ত্রী দুর্বল হয়ে পড়ে। পরে ওই দুর্বৃত্ত কেচিগেট খুলে বাসায় প্রবেশ করে আমার স্ত্রীর হাত-পা ও মুখে স্কচস্টেপ লাগিয়ে দেয়।
তখনও আমার স্ত্রীর কিছুটা জ্ঞান ছিল। পরে তাকে টেনে হেঁচড়ে রুমে নিয়ে বলে তোকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করে তোর স্বামীকে হত্যা মামলায় ফাঁসাবো। তোর স্বামী অনেক বাড়া বেড়েছে। এ সময় আমার স্ত্রীর কাছ থেকে একটি ফোন (আইফোন) নিয়ে যেতে চায় এবং এর পাসওয়ার্ড জানতে চায়। তখন বাইরে থেকে ওই অজ্ঞাত দুর্বৃত্তের মোবাইলে কল আসলে সে আমার স্ত্রীকে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে আমি বাসায় এসে আমার স্ত্রীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও বলেন, অজ্ঞাত সেই যুবক বাসা থেকে কোনো কিছু নিয়ে যেতে পারেনি। শুধু কয়েকটি কাগজে আমার স্ত্রীর আঙুলের ছাপ নিয়ে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ বিকেলের দিকে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আরআর/এসএন