জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা–২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ ও তার স্ত্রী সাহিনা আহমেদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ বিষয়ে বলেন, ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার একটি ব্যাংক হিসাবে ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকার
সন্দেহজনক লেনদেন হয়েছে।
তিনি বলেন, বেনজীর আহমেদের স্ত্রী সাহিনা আহমেদের বিরুদ্ধে ৯৭ লাখ ৪৭ হাজার ৩৮৫ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। এ মামলায় স্ত্রীর সঙ্গে স্বামী বেনজীর আহমেদকেও আসামি করা হয়েছে।
এমআর/এসএন