খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সম্ভাব্য অবস্থান শনাক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের উদ্ধারে ইতোমধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে বলে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জানানো হয়েছে।
ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাসদর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, “অপহৃতদের অবস্থান কিছুটা শনাক্ত করা গেছে। তাদের উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।”
গত বুধবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ির সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। তারা হলেন: মৈত্রীময় চাকমা (চারুকলা ইনস্টিটিউট), অলড্রিন ত্রিপুরা (চারুকলা ইনস্টিটিউট), দিব্যি চাকমা (নাট্যকলা বিভাগ), রিশন চাকমা (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), লংঙি ম্রো (প্রাণীবিদ্যা বিভাগ)।
অপহৃতদের মধ্যে রিশন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য।
পিসিপি এই ঘটনার জন্য পাহাড়ি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-কে দায়ী করলেও ইউপিডিএফ এই অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, “অপহরণের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।”
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে কর্নেল শফিকুল ইসলাম জানান, “বর্তমানে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি ভালো রয়েছে।”
আরআর/এসএন