যে কারণে ক্ষুব্ধ হয়ে টিম হোটেল ছাড়েন ধোনি

মহেন্দ্র সিং ধোনি মাঠের ভিতরে ও বাইরে তার শান্ত স্বভাবের জন্য পরিচিত, একবার একটি হোটেলের সার্ভিস নিয়ে ধোনি এতটাই বিরক্ত হয়েছিলেন যে, তিনি সঙ্গে সঙ্গে হোটেল ছেড়ে অন্য হোটেলে চলে যান।

এই তথ্য প্রকাশ করেছেন চেন্নাই সুপার কিংসের সাবেক সতীর্থ ডোয়েন স্মিথ। এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি শুরু হয় যখন হোস্ট স্মিথকে জিজ্ঞাসা করেন, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি চেন্নাই সুপার কিংস, ডোয়েন স্মিথ এই দুইটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে কোনটিকে বেশি পছন্দ করেন। প্রশ্নটা শেষ হওয়ার আগেই স্মিথ বলে,‘চেন্নাই সুপার কিংস।’

এরপরে তাকে জিজ্ঞাসা করা হয় কেন? এর উত্তরে স্মিথ বলেন, ‘এমনই ছিল চেন্নাইয়ের পরিবেশ। মুম্বাইকেও ভালোবাসি, কিন্তু চেন্নাইতে একটা আলাদা আবহ ছিল। ধোনি ছিল বস। আমার পর্যবেক্ষণে, ধোনির একটা বিষয় ছিল। তিনি প্রতিটি খেলোয়াড়কে বুঝতে চাইতেন। যদি কেউ তাকে রাগিয়ে দেয়, তাহলে বুঝতে হবে সত্যিই কিছু খারাপ করেছে।’

হোস্ট তখন কৌতূহলী হয়ে প্রশ্ন করেন, ‘আপনি কি কখনও ধোনিকে রেগে যেতে দেখেছেন?’ স্মিথ স্মরণ করে দুটি ঘটনার কথা বলেন। যেখানে তিনি শান্ত স্বভাবের ধোনিকে রাগতে দেখেছিলেন। স্মিথ বলেন, ‘একবার অশ্বিন একটি সহজ ক্যাচ ফেলেছিলেন। ধোনি সঙ্গে সঙ্গেই তাকে স্লিপ থেকে সরিয়ে অন্য জায়গায় দাঁড় করান। ওটাই ছিল প্রথমবার যখন আমি ধোনিকে রেগে যেতে দেখি।’

আর একটি ঘটনা স্মরণ করে ডোয়েন স্মিথ বলেন, ‘অন্য ঘটনা ছিল হোটেল সংক্রান্ত। ধোনি খাবার অর্ডার করেছিলেন, কিন্তু হোটেলের স্টাফ সেটি হোটেলে ঢুকতে দেয়নি। ধোনি এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি সঙ্গে সঙ্গে ওই হোটেল ছেড়ে অন্য হোটেলে চলে যান। আমি হোটেলের নাম ভুলে গেছি, আর মনে থাকলেও বলতাম না।’

বর্তমানে ধোনি আইপিএলের চলতি আসরে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি তিনি লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ১১ বলে অপরাজিত ২৬ রান করে আবারও প্রমাণ করলেন, ‘ফিনিশার ধোনি’ এখনও বিদ্যমান। এই জয়ে চেন্নাই সুপার কিংস তাদের পাঁচ ম্যাচের টানা হার কাটিয়ে ৫ উইকেটে জয় পায়। ধোনি ও শিবম দুবে (৪৩)* মিলে ৫৭ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে ৩ বল বাকি থাকতে ১৬৭ রান তাড়া করে ফেলেন।

চোটে আক্রান্ত রুতুরাজ গায়কোয়াড়ের অনুপস্থিতিতে ধোনি অধিনায়কত্ব করছেন এবং চারটি চারের সঙ্গে একটি ছক্কা মেরে একটি ঝকঝকে ইনিংস উপহার দেন। এই ম্যাচে অসাধারণ ইনিংসের জন্য ধোনি পান ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ খেতাব, এবং তিনিই হলেন সবচেয়ে বয়সি খেলোয়াড় যিনি আইপিএলে এই পুরস্কার জিতলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
৬শ কর্মী মিলে যাত্রাবাড়ী-সাইনবোর্ড মহাসড়কে পরিচ্ছন্নতা অভিযান Apr 19, 2025
img
হোয়াটসঅ্যাপে ছবিতে ক্লিক করলেই সর্বনাশ, হ্যাকারদের নতুন ফাঁদ! Apr 19, 2025
img
চট্টগ্রামে খালে তলিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার Apr 19, 2025
img
পিএসএলে ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা Apr 19, 2025
img
জিম্বাবুয়ের পেসারকে হুমকি মনে করছেন বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন Apr 19, 2025
img
আল-কায়েদার হুমকিতে নিরাপত্তা চেয়েছিলেন প্রিন্স হ্যারি Apr 19, 2025
img
সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন হুনানের গভর্নর Apr 19, 2025
img
জাপানে সাত ডলার চুরি করে হারালেন ৮৪ হাজার ডলার Apr 19, 2025
img
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত জান্তা ও বিরোধী দল Apr 19, 2025