৩২ কোটি টাকার আর্থিক অনিয়ম ও লোপাটের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি বেনজীর আহমেদকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বহিষ্কৃত হয়েছেন ক্লাবের বিগত কমিটির সেক্রেটারি লে. কর্নেল (অব.) তাহসিন আমিন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ঢাকার আশুলিয়ার বিরুলিয়ায় অবস্থিত ক্লাবটির রিভার ভিউ লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ক্লাবের বর্তমান সভাপতি নাসির উদ্দীন মাহমুদ।
সংবাদ সম্মেলনে নাসির মাহমুদ জানান, গত ১০ বছর ধরে বেনজীর আহমেদ নানা প্রভাব খাটিয়ে ক্লাবের সভাপতির পদে ছিলেন এবং তার দায়িত্বকালীন সময়ে ক্লাবের বিভিন্ন আর্থিক নথিপত্র পর্যালোচনা করে প্রায় ৩২ কোটি টাকার অনিয়ম পাওয়া গেছে। বিষয়টি যাচাইয়ের জন্য ইতোমধ্যে একটি নিরীক্ষা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ক্লাবের সাবেক সেক্রেটারি তাহসিন আমিনের সদস্যপদ যাচাই করে তা ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়। ৫ আগস্টের পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন, তবে ক্লাবের বেশ কিছু আর্থিক কার্যক্রমে তাহসিনেরও স্বাক্ষর রয়েছে।
নাসির মাহমুদ জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ শুধু আর্থিক অনিয়মেই সীমাবদ্ধ নয়, বরং তার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন ক্লাব সদস্যের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের নিরাপত্তা ও সুরক্ষা পরিচালক নকিব সরকার অপু, কোষাধ্যক্ষ জেসমুল হুদা মেহেদি, সম্পদ ব্যবস্থাপনা পরিচালক আসমা আজিজ, নির্বাহী সদস্য একেএম আইয়াজ আলী খোকন, আলিম আল কাজী, খালেদা আক্তার জাহান, মির্জা অনিক ইসলাম, আজাদ এমএ রহমান, মো. জাকির হোসেন ও খন্দকার হাসান কবিরসহ ক্লাবের ২০২৪-২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা।
আরআর/এসএন