জুনিয়র সাফ মিশন শুরু যশোরে আধুনিক একাডেমিতে

আগামী ৯ মে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ (১৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে শুরু হওয়া এই ক্যাম্পে ৩১ জন ফুটবলার যোগ দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন তিনজন প্রবাসী খেলোয়াড়ও।

দলটির দায়িত্বে আছেন নারী ফুটবলে সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। এবারই প্রথমবারের মতো পুরুষ দলের কোচ হিসেবে সাফ আসরে দায়িত্ব পালন করছেন তিনি। বৃহস্পতিবার সকালেই একাডেমির মাঠে দুই ঘণ্টা অনুশীলন করান তিনি।

ছোটন বলেন, "সবার প্রত্যাশা ফাইনালে খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া। আমিও তেমনটাই প্রত্যাশা করছি। এই দলটিতে বিপিএল, বিসিএল এবং বিভিন্ন একাডেমির খেলোয়াড় রয়েছে। প্রস্তুতি ভালো হলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো।"

জানা গেছে, যশোরের এই একাডেমিতে আগামী ১০ দিন অনুশীলন করবে দল। এরপর অরুণাচলে টার্ফে খেলার অভ্যস্ত করতে সাভারের বিকেএসপিতে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো—সরকারি উদ্যোগের বাইরে এবারই প্রথমবারের মতো একটি বেসরকারি একাডেমিতে জাতীয় দলের ক্যাম্প আয়োজন করা হয়েছে। এর আগে ঢাকাসহ নীলফামারী, সিলেট ও গোপালগঞ্জে এমন ক্যাম্প হলেও সবকটিই ছিল সরকারি অবকাঠামোতে। যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমি আধুনিক সুবিধা, সুন্দর মাঠ, আবাসন এবং ডাইনিং ব্যবস্থার জন্য ইতোমধ্যেই পরিচিতি পেয়েছে। এখান থেকেই অনেকে জাতীয় দল এবং পেশাদার লিগে জায়গা করে নিয়েছেন।

ফরোয়ার্ড নাজমুল হুদা ফয়সাল একাডেমির প্রশংসা করে বলেন, "এই একাডেমির পরিবেশ, মাঠ, থাকা-খাওয়া—সবকিছুই চমৎকার। আমরা ভালো প্রস্তুতি নিয়ে সাফে ইতিবাচক ফলের আশা করছি।"

ক্যাম্প শুরুকে ঘিরে একাডেমিতে ছিল উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও ক্রীড়া সংগঠকরা।

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও শিরোপা ধরে রাখতে মরিয়া—সে লক্ষ্যেই শুরু হয়েছে মাঠের লড়াইয়ের প্রস্তুতি।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
৬শ কর্মী মিলে যাত্রাবাড়ী-সাইনবোর্ড মহাসড়কে পরিচ্ছন্নতা অভিযান Apr 19, 2025
img
হোয়াটসঅ্যাপে ছবিতে ক্লিক করলেই সর্বনাশ, হ্যাকারদের নতুন ফাঁদ! Apr 19, 2025
img
চট্টগ্রামে খালে তলিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার Apr 19, 2025
img
পিএসএলে ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা Apr 19, 2025
img
জিম্বাবুয়ের পেসারকে হুমকি মনে করছেন বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন Apr 19, 2025
img
আল-কায়েদার হুমকিতে নিরাপত্তা চেয়েছিলেন প্রিন্স হ্যারি Apr 19, 2025
img
সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন হুনানের গভর্নর Apr 19, 2025
img
জাপানে সাত ডলার চুরি করে হারালেন ৮৪ হাজার ডলার Apr 19, 2025
img
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত জান্তা ও বিরোধী দল Apr 19, 2025