যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে (এফএসইউ) বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তালাহাসির এই বিশ্ববিদ্যালয়ে ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা।
লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল জানিয়েছেন, হামলাকারী একজন ২০ বছর বয়সী তরুণ, যিনি এফএসইউ’রই শিক্ষার্থী এবং স্থানীয় ডেপুটি শেরিফের ছেলে। পুলিশের গুলিতে আহত ওই তরুণ বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী তার মায়ের দায়িত্বকালীন ব্যবহৃত একটি হ্যান্ডগান ব্যবহার করে হামলা চালান। নিহতরা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।
ঘটনার পরপরই ক্লাস এবং সব ধরনের ক্রীড়া কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে ‘লজ্জাজনক’ ও ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, এটি এফএসইউতে প্রথম গোলাগুলির ঘটনা নয়। ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী লাইব্রেরিতে গুলি চালিয়ে তিনজনকে আহত করেছিলেন, যাকে পরে পুলিশ গুলি করে হত্যা করে।
এসএস