আল-কায়েদার হুমকির পর প্রিন্স হ্যারি পুলিশি নিরাপত্তা চেয়েছেন

আল কায়েদা হুমকি দেওয়ার পর ডিউক অফ সাসেক্স সুনির্দিষ্ট নিরাপত্তা সুরক্ষার অনুরোধ করেছিলেন। আদালতের নথি থেকে এ তথ্য জানা গেছে। বৈশ্বিক সশস্ত্র গোষ্ঠীটির হুমকির পরিপ্রেক্ষিতে প্রিন্স হ্যারি তার পরিবারের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার শঙ্কায় এই সুরক্ষার আবেদন করেছিলেন।

ব্রিটেনে থাকাকালীন করদাতাদের তহবিল থেকে তাকে যে স্তরের সুরক্ষা দেওয়া হয়। সেই স্তরের বিষয়ে ডিউকের আদালতের মামলার অংশ হিসেবে প্রকাশিত নথিতে এই অনুরোধ প্রকাশ করা হয়।

নথিতে বলা হয়, আল কায়েদা তাকে হুমকি দেওয়ার পর আপিলকারী (হ্যারি) নিশ্চিত করেছেন যে তিনি নির্দিষ্ট সুরক্ষার অনুরোধ করেছিলেন।

হ্যারি আপিল আদালতকে আরও বলেন, রাজকীয় দায়িত্ব ত্যাগ করার পর থেকে তাকে যে স্তরের পুলিশি সুরক্ষা দেওয়া হয়েছে তা অপর্যাপ্ত, অনুপযুক্ত এবং অকার্যকর।

হ্যারির পক্ষে শহীদ ফাতিমা কেসি বলেন, ২০২০ সালে হ্যারির সুরক্ষা হ্রাস করার পর আল-কায়েদা তাকে হত্যা করার আহ্বান জানিয়েছিল। তিনি আরও বলেন, তার নিরাপত্তা দলকে জানানো হয়েছিল যে সন্ত্রাসী গোষ্ঠী একটি নথি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে তার হত্যাকাণ্ড মুসলিম সম্প্রদায়কে খুশি করবে।

প্রিন্স হ্যারি চলতি মাসের শুরুতে লন্ডনে ফিরে এসে দুই দিনের শুনানিতে যোগদান করেন। যুক্তরাজ্যে ভ্রমণের সময় স্বয়ংক্রিয় রাষ্ট্র-সমর্থিত নিরাপত্তা অর্জনের চূড়ান্ত প্রচেষ্টায় দাবি করেন, এটি ছাড়া তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় হ্যারি টেলিগ্রাফকে বলেন, তিনি মনে করেন যে তাকে এবং মেগানকে রাজপরিবার ছেড়ে নতুন জীবন শুরু করতে বাধা দেওয়ার জন্য তার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

বিচারকরা রায় দেওয়ার পর শুনানির কিছু অংশ গোপনে অনুষ্ঠিত হয়েছিল। যাতে ডিউক এবং অন্যান্য পাবলিক ফিগারদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত কিছু অত্যন্ত গোপনীয় প্রমাণ নিয়ে আলোচনা ও পর্যালোচনা হবে।

ডিউক যুক্তি দিয়েছিলেন যে ২০২০ সালের গোড়ার দিকে তিনি বিদেশে চলে যাওয়ার জন্য সরকারি দায়িত্ব থেকে সরে আসার পর নিরাপত্তা মূল্যায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত হোম অফিস কমিটি তার সুরক্ষা কমিয়ে এনেছে।

আদালতের সারসংক্ষেপ থেকে জানা যায় যে, ২০১৯ সালের এপ্রিলে তাকে ঝুঁকি মূল্যায়নের মুখোমুখি হতে হয়। যার ফলে তিনি তার পুরো জীবন ধরে যা সুরক্ষা পেয়েছিলেন সেই একই স্তরের সুরক্ষা পান। তিনি যুক্তি দেন, এমপিএস (মেট্রোপলিটন পুলিশ সার্ভিস) কর্মকর্তাদের কাছ থেকে এই সুরক্ষার কিছু সুবিধা রয়েছে যা বেসরকারি খাতের সরবরাহকারীরা অনুকরণ করতে পারবেন না।

হ্যারি বলেন, পদ ছাড়ার পর রয়্যাল এবং ভিআইপি এক্সিকিউটিভ কমিটি (র‍্যাভেক) ব্যক্তিগত ক্ষতিকর মূল্যায়ন না করার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। পরিবর্তে, এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেছে যা অন্য ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২০২০ সাল পর্যন্ত তাকে যে সুরক্ষামূলক নিরাপত্তা প্রয়োগ করা হয়েছিল তা পরিবর্তিত হয়েছে এবং অপর্যাপ্ত, অনুপযুক্ত এবং অকার্যকর।


আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়নের সুপারিশ Apr 20, 2025
img
আইএমএফ’র টাকা নিয়ে যা বললেন গভর্নর Apr 20, 2025
img
বিজয়ের স্বপ্ন পূরণ: ৫০ সেঞ্চুরির মাইলফলকে গড়লেন ইতিহাস Apr 20, 2025
img
নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন শাকিব? Apr 20, 2025
img
ফিক্সিং তদন্ত শেষ হওয়ার আগেই টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ালেন মনি Apr 20, 2025
img
মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে বড় পরিবর্তনের প্রস্তাব Apr 20, 2025
img
‘আপা,চলেন প্রেম করি’এইভাবেই মুনমুনকে প্রস্তাব দেন জামিল Apr 20, 2025
img
দেশে ‘কেমন একটা অস্থিরতা চলছে’ : মির্জা ফখরুল Apr 20, 2025
img
বাংলাদেশি বন্দর ব্যবহার করে উপকৃত হতে পারে নেপাল: রাষ্ট্রদূত Apr 20, 2025
img
চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতিতে সামান্থা, বিয়ের গুঞ্জন Apr 20, 2025