চলতি আইপিএল থেকে চোটের কারণে ছিটকে যান নিউজিল্যান্ড অলরাউন্ডার গ্লেন ফিলিপস। এবার তার বদলি হিসেবে গুজরাট টাইটান্স দলে নিয়েছে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে।
৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে চলতি আইপিএলে বাকি অংশে খেলবেন শানাকা। এর আগে ২০২৩ সালেও তিনি গুজরাটের হয়ে খেলেছিলেন।
সে বার তিন ম্যাচে মাত্র ২৬ রান করেছিলেন তিনি। তবে একবারও বোলিং করার সুযোগ পাননি। ওটাই একমাত্র আইপিএল খেলা শানাকার।
হায়দরাবাদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিপক্ষে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান ফিলিপস।
প্রায় দশ দিন আগের সেই ঘটনার পর তাকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়। ইতোমধ্যে তিনি নিজ দেশ নিউজিল্যান্ডে ফিরে গেছেন।
গুজরাটের পরবর্তী ম্যাচ আগামীকাল শনিবার তাদের ঘরের মাঠে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে শানাকা একাদশে সুযোগ পান কিনা সেটাই এখন দেখার বিষয়।
আরএম/টিএ