উড্ডয়নের সময় খরগোশের সঙ্গে ধাক্কা খেয়ে উড়োজাহাজে আগুন

উড্ডয়নের মুহূর্তেই দেখা দেয় বিপত্তি। রানওয়েতে একটি পশুর সঙ্গে ধাক্কা খেয়েই জ্বলতে থাকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের ইঞ্জিন। মুহূর্তেই পরিস্থিতি রুদ্ধশ্বাস। তবে পাইলটের বিচক্ষণতায় বড় বিপদ থেকে রক্ষা পান শতাধিক যাত্রী।

সিএনএনের খবর অনুসারে, যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার এডমন্টনের উদ্দেশ্যে উড্ডয়ন করছিল ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি। ফ্লাইট নম্বর ছিল ২৩২৫। এতে ১৫৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।

উড্ডয়নের ঠিক পরপরই উড়োজাহাজটি একটি পশুর সঙ্গে সংঘর্ষে জড়ায়। তখনই উড়োজাহাজের ডানদিকের ইঞ্জিন থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে আগুন সম্পর্কে সতর্ক করে। পাইলট পাল্টা জানান, তারা সম্ভবত ডানদিকের ইঞ্জিনটি হারিয়েছেন।

পাইলট দ্রুত জরুরি অবতরণ ঘোষণা করে বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন। কন্ট্রোল টাওয়ার তখন পরামর্শ দেয় যেন ডান পাশের ফ্ল্যাপ, চাকা এবং আশপাশের অংশ পরীক্ষা করা হয়।

পাইলট বলেন, ‘আমরা নিশ্চিত হতে চাই, আমাদের জন্য জরুরি সহায়তা প্রস্তুত আছে কিনা।’ উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করার পর যাত্রীদের অন্য একটি ফ্লাইটে এডমন্টনে পাঠানো হয়। সৌভাগ্যবশত, কেউ আহত হননি।

এফএএ জানিয়েছে, গত বছর ডেনভার বিমানবন্দরে ৮০০-র বেশি বন্যপ্রাণী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসবের বেশিরভাগই ছিল পাখি, তবে প্রেইরি ডগ, খরগোশ, বাদুড় ও কায়োটির মতো প্রাণীর সঙ্গেও সংঘর্ষ হয়েছে।

এই ঘটনার সময় রানওয়েতে খরগোশের উপস্থিতির কথা কন্ট্রোল টাওয়ার আগেই সতর্ক করেছিল। ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটি সেই খরগোশেরই একটির সঙ্গে ধাক্কা খায়।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে বড় পরিবর্তনের প্রস্তাব Apr 20, 2025
img
‘আপা,চলেন প্রেম করি’এইভাবেই মুনমুনকে প্রস্তাব দেন জামিল Apr 20, 2025
img
দেশে ‘কেমন একটা অস্থিরতা চলছে’ : মির্জা ফখরুল Apr 20, 2025
img
চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতিতে সামান্থা, বিয়ের গুঞ্জন Apr 20, 2025
img
ডলারের দরপতন, আস্থা হারাচ্ছে বিশ্ব? Apr 20, 2025
img
শেষ মুহুর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ Apr 20, 2025
img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025