সিলেটের সুরমা নদী থেকে শেখ সরওয়ার হোসেন (৫৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে নদীতে লাশটি ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।
তিনি ঢাকার মতিঝিল থানার টিএন্ডটি কলোনি এলাকায় বসবাস করতেন। তিনি কুমিল্লার মিরপুর এলাকার মৃত শেখ সাবের হোসেনের ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন শাহজালাল ব্রিজের নিচে সুরমা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
দক্ষিণ সুরমা থানার এসআই সুমন চক্রবর্তী জানান, মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের সাথে ২টি বাটন মোবাইল ফোন সেট পাওয়া গেছে। এতে ব্যবহৃত সিমকার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
আরএ/টিএ