লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে আজিনুর রহমান (২৬) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে। পরে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গার পার এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮০১-এর ১০/১১ সাব-পিলারের কাছে এই ঘটনা ঘটে।
আজিনুর রহমান ওই ইউনিয়নের জমগ্রাম ১নং ওয়ার্ডের বাসিন্দা নুর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিনুর তার মায়ের সঙ্গে প্রতিদিনের মতো সীমান্ত-সংলগ্ন নিজেদের ভুট্টাখেতে পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অন্তর্গত ১০৮ ছোট কুচলীবাড়ি এলাকার ১০-১২ জন ভারতীয় নাগরিক বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করে আজিনুরকে জোরপূর্বক ধরে নিয়ে যান। এরপর তারা আজিনুরকে বিএসএফের কাছে সোপর্দ করে।
বিজিবির ঠ্যাংঝাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, আজিনুর রহমানকে ভারতীয় নাগরিকরা ধরে নিয়ে যায়, এরপর তারা বিএসএফের কাছে সোপর্দ করে।
তিনি আরও বলেন, আটক যুবককে বাংলাদেশে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চালছে।
আরএ/টিএ