রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) হত্যার ঘটনায় রুমেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, রুমেল তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে এবং হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, রুমেল এই ঘটনায় তদন্তে আসামি হিসেবে শনাক্ত হয়েছেন এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নিহত আকরাম আলীর মরদেহ নিয়ে তালাইমারী শহীদ মিনার এলাকার সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। তারা হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।
প্রসঙ্গত, বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একদল যুবক আকরাম আলীকে পিটিয়ে হত্যা করে। এ সময় তার ছেলে ইমাম হাসান অনন্তও আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকরাম আলীকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের ছেলে বোয়ালিয়া থানায় সাতজনের নাম উল্লেখসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখিত আসামিরা হলেন—নান্টু, বিশাল, খোকন মিয়া, তাসিন হোসেন, অমি, নাহিদ ও শিশির।
এসএস