শিল্পী সংঘ নির্বাচন : ২১ পদে ৪০ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর নির্বাচন। আগামী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ২১টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটার সংখ্যা ৬৯৯। এর মধ্যে ২টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদে চলছে জমজমাট প্রতিযোগিতা।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। কমিশনার হিসেবে রয়েছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডে রয়েছেন বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানা। সহসভাপতি পদে প্রার্থী ছয়জন—আশরাফ টুলু, মো. ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম ও শামস সুমন।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন শাহেদ শরীফ খান ও রাশেদ মামুন অপু। যুগ্ম-সাধারণ সম্পাদক পদের জন্য পাঁচ প্রার্থী হলেন—পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ।

অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ।

অনুষ্ঠান সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বী এম এ সালাম সুমন, সান্ত্বনা সাদিকা ও শাহরিয়ার ফেরদৌস সজীব। আইন ও কল্যাণ সম্পাদক পদে লড়ছেন সুবর্ণা মজুমদার ও সুচন্দা সিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বী মুকুল সিরাজ ও প্রিন্স রনি। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়ছেন আর এ রাহুল, নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল।

কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন।

উল্লেখ্য, বিদায়ী কমিটির সভাপতি ছিলেন আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক ছিলেন রওনক হাসান। তবে তারা দুজনই এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন শাকিব? Apr 20, 2025
img
ফিক্সিং তদন্ত শেষ হওয়ার আগেই টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ালেন মনি Apr 20, 2025
img
মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে বড় পরিবর্তনের প্রস্তাব Apr 20, 2025
img
‘আপা,চলেন প্রেম করি’এইভাবেই মুনমুনকে প্রস্তাব দেন জামিল Apr 20, 2025
img
দেশে ‘কেমন একটা অস্থিরতা চলছে’ : মির্জা ফখরুল Apr 20, 2025
img
চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতিতে সামান্থা, বিয়ের গুঞ্জন Apr 20, 2025
img
ডলারের দরপতন, আস্থা হারাচ্ছে বিশ্ব? Apr 20, 2025
img
শেষ মুহুর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ Apr 20, 2025
img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025