ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। একই সঙ্গে তারা লা লিগা ও কোপা দেল রে’র শিরোপার লড়াইয়েও টিকে আছে। তিনটি ফ্রন্টে লড়াই করা দলটি যখন বিশ্রামের প্রয়োজন অনুভব করছে, তখনই সূচি নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন প্রধান কোচ হান্সি ফ্লিক।
ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনালে জায়গা করে নিলেও ফ্লিকের মাথাব্যথা এখন লিগের সূচি নিয়ে। আগামী শনিবার দুপুরে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামছে কাতালানরা, যা নিয়ে বিরক্ত তিনি। “অবিশ্বাস্য! আমাদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই,”—বলেন ক্ষুব্ধ বার্সা কোচ।
ফ্লিক বলেন, “চ্যাম্পিয়ন্স লিগে যারা সেমিফাইনালে, তাদের নিজেদের লিগ রক্ষা করে। অথচ স্পেনে আমরা ফিরে আসার পর ভোর ৫টার আগে খেলোয়াড়েরা ঘুমোতে পারে না। এটা শুধু ক্লাবের জন্য নয়, স্প্যানিশ ফুটবলের জন্যই খারাপ বার্তা।”
ফ্লিকের দাবি, ম্যাচটি বিকেলে আয়োজন করলেই দল কিছুটা বিশ্রাম পেত। “আমি কাউকে দোষ দিতে চাই না। শুধু জানতে চাই, কেন আমরা ৬টায় খেলতে পারলাম না? এটা রীতিমতো একটা কৌতুক,”— বলেন তিনি।
তবে প্রতিপক্ষ সেল্টা ভিগোর প্রশংসা করতেও ভুল করেননি ফ্লিক। ৩৭ বছর বয়সী ক্লাউদিও গিরালদেজের প্রশংসা করে তিনি বলেন, “তার বয়স নয়, তার কাজটাই গুরুত্বপূর্ণ। সাহসী ও পরিকল্পিত ফুটবল খেলছে সেল্টা। ম্যাচটা সহজ হবে না।”
ডর্টমুন্ডের বিপক্ষে দ্বিতীয় লেগের ভুল থেকে শিক্ষা নিয়েছে বার্সা, জানিয়ে ফ্লিক বলেন, “আমাদের শক্তির জায়গাগুলোতে ফোকাস করতে হবে। কারণ, সেল্টা অ্যাওয়েতে ভালো খেলে।”
লা লিগায় শীর্ষে থাকার লড়াই, কোপা দেল রে’র ফাইনাল এবং ইউরোপে সেমিফাইনাল—সব মিলে ক্লান্তিতে নুইয়ে পড়া দল এখন লড়ছে কেবল মাঠে নয়, সূচির বিরুদ্ধেও। ফলে ফ্লিকের নজর এখন মাঠের পারফরম্যান্স ছাড়াও মানসিক ভারসাম্য ধরে রাখার দিকেও।
এসএস