বিশ্রাম পাচ্ছেন না লিওনেল মেসি, মায়ামির পরবর্তী ম্যাচেও খেলবেন

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির চলতি মৌসুমে বেশ ব্যস্ত সময় যাচ্ছে । টানা ম্যাচ খেলে যেতে হচ্ছে আট বারের ব্যালন ডি’অর জয়ীকে। ধারণা করা হচ্ছিল আসন্ন মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে বিশ্রাম পাবেন তিনি। তবে মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানোর মনে অন্য চিন্তা।

ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়ে দিয়েছেন কলম্বাস ক্রুর বিপক্ষে পরের ম্যাচেও নামবেন মেসি। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, দলে রোটেশনের সম্ভাবনাও রয়েছে, কারণ তার দল টানা দুই মাস ধরে ব্যস্ত সময় পার করেছে।

শুক্রবার দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সেরা দলটি নিয়ে মাঠে নামা। এরপর দেখা যাবে কিছু পজিশনে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো যায় কি না। আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে ম্যাচটি খেলতে হবে। আমাদের এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে আমরা খেলোয়াড়দের ওপর চাপ সামান্য হলেও কমিয়ে আনার চেষ্টা করছি, কারণ শেষ দুই মাস খুবই চাপের ছিল।’

এমএলএসের পূর্ব কনফারেন্সে ইন্টার মায়ামি এখন চতুর্থ স্থানে, ঠিক তাদের ওপরে শীর্ষে আছে কলম্বাস ক্রু। দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র তিন। পাশাপাশি, এই দুটি দলই পুরো এমএলএসে এখনও অপরাজিত, যা শনিবারের ম্যাচকে করে তুলেছে বিশেষ উত্তেজনাকর।

চলতি মৌসুমে মেসি ইতোমধ্যেই কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে করেছেন ৫ গোল এবং এমএলএসে ৭ ম্যাচে করেছেন ৩ গোল। তাই ধরে নেওয়া হচ্ছে, শনিবারের ম্যাচে তিনি থাকছেন, যদিও নিশ্চিত একাদশ ম্যাচের আগে জানাবেন কোচ।

অন্যদিকে, ক্লাব বিশ্বকাপ নিয়েও পরিকল্পনা করছেন মাসচেরানো। তিনি জানিয়েছেন, জুনের আসরকে সামনে রেখে দল শক্তিশালী করতে সম্ভাব্য সুযোগগুলোর প্রতি তার নজর রয়েছে।
‘আমি সবসময় নতুন খেলোয়াড়ের ব্যাপারে উন্মুক্ত। ট্রান্সফার উইন্ডো বন্ধ না হওয়া পর্যন্ত সবসময় কিছু হতে পারে,’ বলেন মাশ্চেরানো।

সবমিলিয়ে, কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ শুধু পয়েন্টের লড়াই নয়, বরং মেসির ম্যাচ, রোটেশনের কৌশল, এবং বিশ্বকাপ প্রস্তুতির পথচলার আরেক ধাপ হয়ে উঠতে যাচ্ছে।


আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025
img
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ Apr 20, 2025
img
চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ২ হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য Apr 20, 2025
img
নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী Apr 20, 2025