বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও বিতর্কে জড়ালেন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, উত্তর ভারতের বদ্রীনাথ মন্দিরের পাশে নাকি তার নামে ‘উর্বশী মন্দির’ রয়েছে। এই মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় হাস্যরসের ঝড়। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, তিনি পুরোপুরি সিরিয়াস এবং সেই মন্দিরে নাকি ভক্তরা তাকে প্রণাম করতেও যান।
উর্বশী আরও বলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ওই মন্দিরে পূজা দিতে যান। এরপর তিনি হালকাভাবে যোগ করেন, যেহেতু তিনি দক্ষিণ ভারতেও অনেক ছবিতে কাজ করেছেন, সেখানেও তার নামে একটি মন্দির থাকা উচিত।
এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিশেষ করে উত্তর ভারতের পুরোহিত সমাজের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বদ্রীনাথ মন্দিরের প্রাক্তন পুরোহিত ভুবনচন্দ্র উনিয়াল স্পষ্টভাবে বলেন, উক্ত ‘উর্বশী মন্দির’ আসলে সতীর ১০৮ শক্তিপীঠের একটি, যেখানে দেবী উর্বশীর পূজা হয়।
তিনি অভিনেত্রীর মন্তব্যকে অশোভন ও অবমাননাকর বলে উল্লেখ করেন এবং সরকারের কাছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
একইসঙ্গে বামনি ও পাণ্ডুকেশ্বর এলাকার অন্যান্য পুরোহিতরাও অভিনেত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।