চলচ্চিত্রে নিজের অবস্থান আরও দৃঢ় করতে ফিটনেস ও লাইফস্টাইলে বড় পরিবর্তন এনেছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। জানা গেছে, নিয়মিত জিমে সময় দিচ্ছেন তিনি, ডায়েটেও এনেছেন কঠোরতা। এই রূপান্তরের পেছনে বলিউড তারকা সালমান খানই তার প্রধান অনুপ্রেরণা। এমনকি নিজেকে প্রায়ই সালমানের সঙ্গে তুলনা করেন জায়েদ, আর তার দাবি, ভক্তরাও তার মাঝে সালমান খানের ছায়া খুঁজে পান।
সম্প্রতি জিমে তোলা একটি ছবি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ছবিতে সালমান খানের মতোই একটি ভঙ্গিমায় পোজ দিয়েছেন জায়েদ খান, যা দেখে অনেকেই তাকে অনুকরণ করার অভিযোগ তুলেছেন। কেউ মন্তব্য করেছেন, "সালমান আর জায়েদ একই রকম ছবি দিলেন, মানে বুঝাই যাচ্ছে কপি!"—অন্য একজন রসিকতা করে লিখেছেন, "বাংলার সালমান খানকে দেখতে পেলাম!" তবে কটাক্ষও এসেছে, "দেখে তো মনে হচ্ছে গুলিস্তানের সালমান খান!"
নেটিজেনদের মতে, শুধু ফিটনেস নয়, সালমানের স্টাইল, ফটোশুটের ধরন এমনকি পোশাকও প্রভাব ফেলেছে জায়েদের উপর।
২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন জায়েদ খান। এরপর ‘প্রতিশোধের আগুন’, ‘অন্তর জ্বালা’, ‘নগর মাস্তান’, ‘ভালোবাসা সীমাহীন’, ‘প্রেম করবো তোমার সাথে’, ও ‘দাবাং’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।
বর্তমানে নিজেকে নতুন রূপে উপস্থাপন করতে এবং ফিটনেসকে প্রাধান্য দিয়ে নিজেকে গড়ে তুলছেন জায়েদ খান। সব মিলিয়ে স্পষ্ট, এখনও তিনি ঢালিউডে নিজের অবস্থান পোক্ত করার চেষ্টায় আছেন—হোক সেটা সালমান খানকে অনুসরণ করেই।
এসএস