বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারি বাঙলা কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোকছেদুল ইসলাম শুভ হঠাৎ করেই সংগঠনের সব পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি নিজের সিদ্ধান্ত জানান।
শুভ লিখেছেন, “আমি মো. মোকছেদুল ইসলাম শুভ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাঙলা কলেজ শাখা। ব্যক্তিগত অনিবার্য কারণবশত আমি সংগঠনের সকল কার্যক্রম এবং পদ থেকে নিজেকে প্রত্যাহার করছি।”
তিনি আরও অনুরোধ করে বলেন, “আজকের পর থেকে কেউ আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি কিংবা অন্য কোনো সক্রিয় রাজনৈতিক বা ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করবেন না।”
শুভর এই পদত্যাগকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, তার হঠাৎ এই সিদ্ধান্ত ভবিষ্যতে বাঙলা কলেজ শাখার কর্মকাণ্ডে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে সংগঠনের কেন্দ্রীয় বা শাখা পর্যায় থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
উল্লেখ্য, মো. মোকছেদুল ইসলাম শুভ দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাঙলা কলেজ শাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। ছাত্র রাজনীতির অঙ্গনে তার নেতৃত্ব ও সক্রিয়তা ইতিপূর্বে প্রশংসিত হয়েছে। তবে হঠাৎ করে এমন সিদ্ধান্ত অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হয়েছে।
এসএস