কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রলীগ-সমর্থিত মেডিসিন ক্লাবের সাবেক সভাপতি ডা. সুমিত সাহাকে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ছাত্র-জনতার হাতে আটক করা হয়। তাকে রাজধানীর শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডা. সুমিত সাহা ৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৪৩৬ ধারায় মামলা করা হয়, যা মামলা নং ১৫। শনিবার (১৯ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. সুমিত সাহা, যিনি মেডিকেলে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত, দীর্ঘদিন ধরে এই এলাকায় আসতেন না। শুক্রবার তিনি কয়েকজন চিকিৎসকের সাথে চা খাচ্ছিলেন, এ সময় কিছু ব্যক্তি তাকে চিনে আটক করে। পরে পুলিশকে জানানো হলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর কালবেলাকে জানান, "হাসপাতালে আগুন দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কালকে তাকে আদালতে প্রেরণ করা হবে।"