সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা আর বাস্তব সাফল্য এক নয়—সম্প্রতি এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূজা হেগড়ে। ইনস্টাগ্রামে ২৬-২৭ মিলিয়ন ফলোয়ার থাকার পরও তিনি মনে করেন, এই সংখ্যা সাফল্যের প্রকৃত মানদণ্ড নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা বলেন, “আমার ইনস্টাগ্রামে ২৬-২৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে। কিন্তু এসব সংখ্যার কোনো আর্থিক মূল্য নেই। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়।”
তার মতে, অনেক অভিনেতার ফলোয়ার কম হলেও তারা প্রকৃত অর্থেই সুপারস্টার। “কারণ দিনশেষে কাজটাই আসল পরিচয়,” বলেন পূজা।
এই বক্তব্যের মাধ্যমে পূজা হেগড়ে বর্তমান সময়ের জনপ্রিয় একটি ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। যেখানে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা দিয়েই তারকাদের জনপ্রিয়তা বিচার করেন, সেখানে পূজার বক্তব্য সমাজে বাস্তব ও ভার্চুয়াল খ্যাতির মধ্যে পার্থক্য নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তিনি আরও বলেন, “খ্যাতির কোনও নির্দিষ্ট মাপকাঠি নেই। আপনার কাজটাই আপনাকে সংজ্ঞায়িত করে। সোশ্যাল মিডিয়ার সংখ্যা দিয়ে সেই সাফল্য মাপা যায় না।”
তার এই অবস্থান তরুণ সমাজকে আত্মপরিচয় ও সফলতা নিয়ে ভিন্নভাবে ভাবতে উৎসাহ দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
এসএস