জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ
মোজো ডেস্ক 05:05AM, Apr 19, 2025
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, জুলাই আন্দোলন কোনো সংগঠিত রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি বেকার চাকরিপ্রত্যাশীদের দীর্ঘদিনের অবহেলা ও ক্ষোভের ফল।
শুক্রবার (১৮ এপ্রিল) তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে।”
তিনি বলেন, “বিসিএস পরীক্ষায় দীর্ঘসূত্রিতা এবং এ নিয়ে পিএসসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি ও আলোচনার চেষ্টার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা না করে দমনপীড়নের পথ বেছে নেওয়ায় আমরা বিব্রত।”
আন্দোলনের পেছনে মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “জুলাই অভ্যুত্থান হয়েছে এই বেকার তরুণদের স্বপ্ন অবহেলিত হওয়ার কারণে।”
পিএসসির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অতিশীঘ্রই পিএসসি চেয়ারম্যানকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পিএসসির সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আহ্বান জানাই।”
তিনি আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান।