রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার ‘ইচ্ছা নেই’ ক্লপের

এক বছর ধরে কোচিংয়ের বাইরে থাকা ইয়ুর্গেন ক্লপকে নিয়ে যখন আবারও গুঞ্জন, তখন সেসব একেবারে উড়িয়ে দিলেন তার এজেন্ট। ইউরোপের বড় কিছু ক্লাব ও জাতীয় দল যেমন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দলের দায়িত্বে ফেরার সম্ভাবনা ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখনই ক্লপের প্রতিনিধি জানালেন—এমন কিছু হচ্ছে না, বরং কোচিংয়ে ফিরতে এখনই প্রস্তুত নন ক্লপ।

গত মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক ছিন্ন করেন জার্মান এই কোচ। এরপর থেকেই কোচিং থেকে বিরতিতে রয়েছেন তিনি। গত অক্টোবরে ক্লপ ‘রেড বুল গ্লোবাল সকার’-এর প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সেই ভূমিকায় কাজ শুরু করেন।

তবে সম্প্রতি ব্রাজিলের সংবাদমাধ্যম UOL দাবি করে, ক্লপ রেড বুলে তেমন সুখে নেই এবং রিয়াল বা ব্রাজিলের দায়িত্ব নিয়ে কোচিংয়ে ফিরতে আগ্রহী। কারণ, ব্রাজিল এখন নতুন কোচ খুঁজছে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর, আর রিয়ালের বর্তমান কোচ আনচেলত্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর।

তবে এসব গুঞ্জনের সুরাহা করে স্কাই জার্মানির কাছে ক্লপের এজেন্ট মার্ক কোসিকে জানিয়ে দিয়েছেন, “ক্লপ আগামী মৌসুমে কোচিংয়ে ফেরার কোনো পরিকল্পনা করছেন না, এমনকি রিয়াল মাদ্রিদ বা ব্রাজিল জাতীয় দলেরও নয়।”

তিনি আরও বলেন, “আমরা বুঝতে পারছি ইউরোপের শীর্ষ ক্লাব ও কিছু জাতীয় দল থেকে আগ্রহ আছে, তবে ইয়ুর্গেন রেড বুলের গ্লোবাল ডিরেক্টরের ভূমিকায় সন্তুষ্ট এবং সেই চুক্তির প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ।”

সব মিলিয়ে বলা যায়, ইয়ুর্গেন ক্লপ এখনো বিশ্রামেই থাকতে চান। অনুরাগীদের অপেক্ষা তাই আরও দীর্ঘ হতে পারে।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন শাকিব? Apr 20, 2025
img
ফিক্সিং তদন্ত শেষ হওয়ার আগেই টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ালেন মনি Apr 20, 2025
img
মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে বড় পরিবর্তনের প্রস্তাব Apr 20, 2025
img
‘আপা,চলেন প্রেম করি’এইভাবেই মুনমুনকে প্রস্তাব দেন জামিল Apr 20, 2025
img
দেশে ‘কেমন একটা অস্থিরতা চলছে’ : মির্জা ফখরুল Apr 20, 2025
img
চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতিতে সামান্থা, বিয়ের গুঞ্জন Apr 20, 2025
img
ডলারের দরপতন, আস্থা হারাচ্ছে বিশ্ব? Apr 20, 2025
img
শেষ মুহুর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ Apr 20, 2025
img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025