ছয় দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ কার্যক্রম পালন করা হয়। একইসঙ্গে আগামীকাল রোববার (২০ এপ্রিল) সারাদেশে জেলাভিত্তিক মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে দুপুর পৌনে ১২টার দিকে মানববন্ধনে অংশ নেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে দুপুর ১টার দিকে ফটকটি লাল কাপড়ে ঢেকে দেন তারা।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম জানান, “আমাদের ছয় দফা দাবি এখনও উপেক্ষিত। সরকার এখনো কোনো কার্যকর সাড়া দেয়নি। শুধু আশ্বাস নয়, আমরা দাবির বাস্তবায়ন চাই।”
আন্দোলনকারীরা কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলারও প্রতিবাদ জানান। এসময় বিভিন্ন স্লোগানে তারা হামলার ন্যায়বিচার এবং প্রশাসনের জবাবদিহিতা দাবি করেন। স্লোগান ওঠে—“রক্তে আগুন লেগেছে, আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ”, “দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”।
এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
আরআর/এসএন