জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কয়েকদিন আগে ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’। এটাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এবার আরেক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন ছবির সেই অফিসটি কার। তিনি বলেছেন, যে অফিসে বসে ওই ছবি তোলা হয়েছে, সেটা তার অফিস নয়। সেটা জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস।শনিবার (১৯ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান তিনি।
ছবির সেই অফিসটি কার জানালেন হান্নান মাসউদ
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি। যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস।
আর বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে শ্রমিক কমিটি হয়েছে সে কমিটির আমি উপদেষ্টা, বন্দর অথরিটির উপদেষ্টা না।
প্রসঙ্গত, শনিবার (১২ এপ্রিল) ওই পোস্টে আব্দুল হান্নান মাসউদ লেখেন, ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা। এ এক অন্যরকম ভালোলাগা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাততঃ এখান থেকেই পরিচালিত হচ্ছে।
স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে রাশেদ খান নামে একজন লিখেন, ভাই এভাবে মেকি হাসি দিয়ে অফিস টাইমের ছবি দিতে দেখতাম ওবায়দুল কাদেরকে! আপনি হলেন জনতার মাসুদ। ওবায়দুল কাদেরের মাসুদ হয়েন না।
মো. আলাউদ্দীন নামে আরেকজন লিখেন, ৫ই আগস্টের আগেও টিউশনি করে চলতেন। আপনার এই অফিসের ভাড়া দেওয়ার টাকার উৎস কি? তাহলে কি নতুন বোতলেই পুরাতন মাল খাওয়াচ্ছেন? চমৎকারভাবে আপনারা জুলাইয়ের চেতনা লালন করেন।
এক নেটিজেন লেখেন, গ্রামের সব থেকে ভাংগা টিনের ঘর ছেলেটা কোনো চাকরি না করে এত বড় অফিস নিয়ে বসে গেছে।
এমআর/এসএন