নাটোরের বড়াইগ্রামে এক স্বেচ্ছাসেবক দল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নোটাবাড়িয়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত আয়নাল হোসেন (৪৫) নোটাবাড়িয়া চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও একই গ্রামের মৃত আব্দুলের জলিল আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের বাড়ির ফটক ও দরজা খোলা ছিল। মরদেহ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএম/এসএন