বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশ রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (AQI) ১৭৬ স্কোর নিয়ে শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকাল ৯টা ২২ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পরিমাপক ওয়েবসাইট আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ঢাকার পরই তালিকায় রয়েছে পাকিস্তানের করাচি (AQI ১৬৮) ও লাহোর (AQI ১৫৯)। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে নেপালের কাঠমান্ডু (AQI ১৫৮) ও চীনের রাজধানী বেইজিং (AQI ১৫৫)।
আইকিউএয়ার জানায়, AQI স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে বাতাসকে 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় সংবেদনশীল গোষ্ঠীর শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা বাড়তে পারে এবং সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে এমন প্রতিষ্ঠান আইকিউএয়ার তাদের মানদণ্ড অনুযায়ী তাৎক্ষণিকভাবে শহরের বাতাসের মান জানিয়ে থাকে। এর সূচকে শূন্য থেকে ৫০ স্কোর মানে বায়ু মান ‘ভালো’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়।
ঢাকার এই অবস্থান আবারও নগরীর পরিবেশ সংকট ও জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
এসএস/এসএন