সামিত সোমের জন্ম নিবন্ধন সম্পন্ন, এখন অপেক্ষা বাংলাদেশের পাসপোর্টের

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশি বংশোদ্ভুত অনেকেই খেলার আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম। গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তিনি বাফুফের কাছে আগ্রহ প্রকাশ করেন।

বাফুফে ইতোমধ্যেই সামিতের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছে। এখন পাসপোর্টের প্রক্রিয়া শুরু করবে। সামিতের সময়-সুযোগ অনুযায়ী তার পাসপোর্টের জন্য কানাডা হাইকমিশনকে অবহিত করবে বাফুফে। এসব তথ্য জানিয়েছেন সামিতের প্রক্রিয়া নিয়ে কাজ করা ফাহাদ করিম।

বাফুফের এই সহ-সভাপতি বলেন, 'আমরা আজ সামিতের জন্ম নিবন্ধন সনদ পেয়েছি। তাকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশনে যেতে পারবেন। আমরা সেই অনুযায়ী বাংলাদেশ হাই কমিশনকে অবহিত করব।’

কানাডায় বাংলাদেশ হাই কমিশন যে শহরে অবস্থিত সেখান থেকে দূরে থাকেন সামিত। সেখানে যেতে হলে কোচ ও ক্লাব থেকে ছুটি প্রয়োজন। সেটা তিনি ব্যবস্থা করে বাফুফেকে জানাবেন। তার জন্ম নিবন্ধনের পাশাপাশি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও নিতে হবে সামিতকে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট আবেদনের সময়।

এদিকে আজ আরো একজন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারের সম্মতি পেয়েছে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছেন ইংল্যান্ডের অন্যতম ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেল। তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ রয়েছে।



 আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ ছাড়ার আগে জীবন নিয়ে আতঙ্কিত ছিলেন হাথুরু! Apr 21, 2025
img
শেখ হাসিনা এই দেশে আর পা ফেলতে পারবে না, ক্লিয়ার : মাসুদ কামাল Apr 21, 2025
img
সালমানের পর এবার তোর পালা, ফের অভিনেতাকে হুমকি বিশ্নোই গ্যাংয়ের Apr 20, 2025
img
একবার বিরতি দিয়ে একই ব্যক্তির তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীত্ব চায় বিএনপি Apr 20, 2025
img
এবার রোহিত শেট্টির ছবিতে যীশু! Apr 20, 2025
img
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম Apr 20, 2025
img
যুক্তরাষ্ট্রে দামি পণ্যের পরিবহন স্থগিত করল ডিএইচএল এক্সপ্রেস Apr 20, 2025
img
চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেল বোয়িং বিমান Apr 20, 2025
img
স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি Apr 20, 2025
img
দ্বিতীয় সন্তান প্রসঙ্গে লজ্জায় লাল অভিষেক বচ্চন, ভিডিও ভাইরাল Apr 20, 2025