এখনও পর্যন্ত ঢাকাই সিনেমায় সর্বোচ্চ আয়ের রেকর্ডটা দখলে রেখেছেন মেগাস্টার শাকিব খান। রায়হান রাফী নির্মিত শাকিবের ‘তুফান’ সিনেমার গ্রস কালেকশন ছিল ৫৬ কোটি টাকা। নিজের রেকর্ড এবার নিজেই যেন ভাঙতে চলেছেন শাকিব। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ ইতোমধ্যেই ৫০ কোটির আয় ছাড়িয়েছে।
বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার টিকিট বিক্রির আয় প্রায় ৫০ কোটি ৮২ লাখ টাকা। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছিল, মুক্তির প্রথম সাতদিনে বরবাদের গ্রস কালেকশন ছিল ২৭ কোটি ৪৩ লাখ টাকা। এর পরবর্তী ১৩ দিনে আরও ২৩ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি।
যদিও বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশন নেই দেখে সিঙ্গেল স্ক্রিনে কত আয় হয়েছে, সেটা সঠিকভাবে তুলে ধরা যায় না। তবে মাল্টিপ্লেক্স থেকে কত আয় হয়েছে সেই পরিমাণটা জানা যায়। সবকিছু মিলিয়েই এখনও পর্যন্ত বরবাদের আয় ৫১ কোটি ছুঁয়ে ফেলেছে।
সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পেয়েছে বরবাদ। সিনেমাটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে চলছে। প্রযোজকরা আশা করছেন, সেখান থেকেও সিনেমার আয় ১০-১৫ কোটির মতো থাকতে পারে। এছাড়াও ঈদুল আজহা পর্যন্ত মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিনে বরবাদ ঝড় অব্যহত থাকবে। সেদিক থেকেও এই সিনেমার আয়ের ঝুলিতে আরও ২০-৩০ কোটি যোগ হতে পারে।
এসএম/টিএ