নেপালে বড় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

বাংলাদেশ নারী কাবাডি দল প্রথমবারের মতো দেশের বাইরে কাবাডি সিরিজ খেলছে। নেপালের কাঠমান্ডুতে পাঁচ ম্যাচ সিরিজের শুরুটা ভালো হয়নি সফরকারী বাংলাদেশের। ৪১-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নেপাল। আগামীকাল একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

নেপাল নারী দল ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছে। ফলে বাংলাদেশের চেয়ে স্বাগতিক নেপালই এগিয়ে। এসএ গেমস ও এশিয়ান গেমসে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। ম্যাচে এই সুবিধা বেশ ভালোভাবে কাজ লাগিয়েছে তারা।

শুরু থেকেই পয়েন্ট বাড়িয়ে নিতে থাকে স্বাগতিক দল। বোনাস পয়েন্টে এগিয়ে যায় তারা। পাশাপাশি প্রথমার্ধে একটি লোনা পায় নেপাল। ১৮-৬ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে নেপাল। দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। একই ছন্দে খেলে ম্যাচ নিজেদের আয়ত্তে রাখে নেপাল। এই অর্ধে আরও দুটি লোনা পায় নেপাল।
 
বাংলাদেশের এই পরাজয়ের জন্য ভ্রমণ ক্লান্তি ও ইনজুরিকে দায়ী করেছেন বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভিন মালেকা, 'আমরা গতকালই ঢাকা থেকে এখানে এসেছি। তাই সেভাবে বিশ্রামের সময় পাইনি। এছাড়া আমাদের দুই থেকে তিনজন খেলোয়াড় ইনজুরিতে আছে। এই ম্যাচ থেকে যে সমস্যাগুলো আমরা বুঝতে পেরেছি আশা করছি সেগুলো কাটিয়ে পরের ম্যাচগুলোতে আমরা ভালো কিছু করব। নেপাল নিয়মিত অনুশীলনে ছিল। কিন্তু আমরা ঈদের কারণে ছুটিতে গিয়েছিলাম। তাই আমাদের অনুশীলনের কিছুটা ঘাটতি ছিল। তবে আশা করছি আগামীকালের ম্যাচে আজকের তুলনায় অনেক ভালো খেলবে বাংলাদেশ দল।'

জুনে ভারতে রয়েছে কাবাডি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের প্রস্তুতির জন্যই বাংলাদেশ নারী দলকে নেপালে সিরিজ খেলার জন্য পাঠিয়েছে ফেডারেশন। নেপালের বিপক্ষে হারলেও বাংলাদেশের জন্য শিক্ষণীয় রয়েছে। নেপালের ললিতপুরের সাদ্যবাদো তায়কোয়ান্দো হলে প্রদীপ জ্বালিয়ে সিরিজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেপাল জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য সচিব ট্যাঙ্কা লাল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, নেপালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শোয়েব আব্দুল্লাহ, অল নেপাল কাবাডি অ্যাসোসিয়েশনের মহাসচিব অরবিন্দ কুমার।



 আরএম/টিএ   

Share this news on:

সর্বশেষ

img
ইসরায়েলি জনগণের যুদ্ধবিরোধী অবস্থান, নেতানিয়াহুর যুদ্ধপিয়াসী মনোভাব Apr 21, 2025
img
এবার চীনে আম পাঠাবে বাংলাদেশ, আগামী বছর কাঁঠাল Apr 21, 2025
img
রাজধানীর বহুতল ভবনের টয়লেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার Apr 21, 2025
img
ট্রাম্পের নীতির বিরুদ্ধে এশীয় শিক্ষার্থীদের মামলা Apr 21, 2025
img
ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল ভুয়া পুলিশ Apr 21, 2025
img
নারায়ণগঞ্জে ডাস্টবিনে পাওয়া নবজাতক পেলো মায়ের কোল Apr 21, 2025
img
দুর্নীতি মামলায় নিক্সনের স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ Apr 21, 2025
img
অসুস্থতাজনিত কারণে ভবেশ চন্দ্রের মৃত্যু, নেই আঘাতের চিহ্ন Apr 21, 2025
img
শেখ হাসিনার পক্ষে ববি শিক্ষকদের গোপন বৈঠক, ভিডিও ভাইরাল Apr 21, 2025
img
চট্টগ্রাম-সিলেটসহ বিভিন্ন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস Apr 21, 2025