চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী সাবিকুন নাহার মুনা (১৯) নামের এক তরুণী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু ও প্রাইভেট কারের মালিক ও চালক ফাহিম আহমেদ ওসমানী (২৬)।

নিহত মুনা চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুল মহল্লার সাইফুল ইসলামের ছেলে ও নবাবগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত ফাহিম শহরের ইসলামপুর মহল্লার বাসিন্দা ও ওষুধ ব্যবসায়ী জাফর আহমেদ ওসামনীর ছেলে।

তিনি চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্য্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করেন। জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের সোনারমোড় নামক স্থানে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে পেছন থেকে ট্রাকচাপায় ইসমাইল হোসেন (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলতলা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে ও কাপড় ব্যবসায়ী ছিলেন।

একই ঘটনায় প্রাণে রক্ষা পান মোটরসাইকেলচালক।

পরিবার, পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকা থেকে শহরের দিকে ফেরার পথে ধীনগর এলাকায় ট্রাক ও অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশে নেমে গিয়ে গাছে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় মুনা ও ফাহিমকে বহনকারী প্রাইভেট কার। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মুনাকে মৃত ঘোষণা করেন। ফাহিমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিন দুপুর ২টার দিকে পেছন থেকে ট্রাকচাপায় ঘটনাস্থলে আহত হন ইসমাইল। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। ইসমাইল নিহতের ঘটনায় মামলা হয়েছে।

মুনা নিহতের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


 আরএম/টিএ   



Share this news on:

সর্বশেষ

img
পুরুষালি কাঁধে মাথা, নতুন সম্পর্কে অনুশ্রী দাস? Apr 21, 2025
img
বাংলাদেশে ৫ হাজার কোটি রুপির অর্থায়ন স্থগিত করলো ভারত Apr 21, 2025
img
অল্প সময়ের মধ্যেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব আসবে: মির্জা ফখরুল Apr 21, 2025
img
১৯ দিনে রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা Apr 21, 2025
img
বাংলাদেশ ছাড়ার আগে জীবন নিয়ে আতঙ্কিত ছিলেন হাথুরু! Apr 21, 2025
img
শেখ হাসিনা এই দেশে আর পা ফেলতে পারবে না, ক্লিয়ার : মাসুদ কামাল Apr 21, 2025
img
সালমানের পর এবার তোর পালা, ফের অভিনেতাকে হুমকি বিশ্নোই গ্যাংয়ের Apr 20, 2025
img
একবার বিরতি দিয়ে একই ব্যক্তির তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীত্ব চায় বিএনপি Apr 20, 2025
img
এবার রোহিত শেট্টির ছবিতে যীশু! Apr 20, 2025
img
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম Apr 20, 2025